1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

২০ ফেব্রুয়ারি ২০১২

আগামী বছরের মধ্যে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হবে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকে৷

A Greenpeace activist hangs in back of an anti-nuclear sign in front of Mexico's Energy Secretariat (Sener) during a protest in Mexico City, Thursday March 31, 2011. The sign reads in Spanish, "Nuclear? No, Thanks!" (AP Photo/Alexandre Meneghini)
ছবি: AP

পাবনা জেলার ঈশ্বরদির রূপপুরে পদ্মা নদীর পাড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত আড়াই বছরে বেশ কিছু চুক্তিসহ অনেকগুলো ধাপ পার করেছে সরকার৷ এর মধ্যে রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও অর্থ সহায়তা নিয়ে চুক্তি হয়েছে৷ এখন অর্থ ছাড় নিয়ে আরো একটি চুক্তি সই হবে৷ এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে নিরাপত্তার জন্য গঠন করা হবে আলাদা কর্তৃপক্ষ৷ শিগগিরই এ নিয়ে রাশিয়ার সঙ্গে আরো একটি চুক্তি হবে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এখানে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকে৷

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিভিন্ন বিষয়ে তদারকি ও বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন৷ রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়ায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন৷

প্রাথমিকভাবে এখান থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের৷ আগামী বছর এর নির্মাণ কাজ শুরু হলে সবচেয়ে কম দরের এই বিদ্যুৎ পেতে সময় লাগবে ৭ বছরের মত৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শহ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ