1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ডের পথে ফুটবলের ‘প্রিন্সেস’ প্রিন্স

২৩ জুন ২০১১

১৯৯৪ সাল৷ বয়স ১৬৷ নেমে পড়লেন ক্যানাডার বিপক্ষে৷ করে ফেললেন গোল৷ এর ঠিক এক বছর পর হয়ে গেলেন ইতিহাস৷ কারণ সবচেয়ে কম বয়স্ক হিসেবে খেলে ফেললেন বিশ্বকাপ৷ এই হলেন বিরগিট প্রিন্স, জার্মান মহিলা ফুটবল দলের অধিনায়ক ও স্ট্রাইকার৷

বল পায়ে ছুটে চলেছেন বিরগিট প্রিন্সছবি: picture alliance/augenklick

সেই থেকে শুরু৷ চলছে এখনো৷ এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকার খেলা হবে তাঁর৷ এমন খেলোয়াড় আছেন আরও দুজন - ব্রাজিলের ফোরমিঙ্গা আর জাপানের হোমারে সাওয়া৷ তবে একটা বিষয়ে এই দুজনের চেয়ে ব্যতিক্রম হয়ে উঠতে পারেন প্রিন্স৷ সেটা হচ্ছে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে গোল করতে পারেন তিনি৷ আর তাহলেই হয়ে যাবেন প্রথম - মানে আরেকটা ইতিহাস৷

অবশ্য রেকর্ড করা যেন প্রিন্সের একটা প্রিয় অভ্যাস৷ আর না হলে এমন কেউ কী করে! ২০০১ থেকে ২০০৮, এই টানা আট বছর তিনি ছিলেন জার্মানির সেরা মহিলা ফুটবলার৷ এরমধ্যে আবার ২০০৩ থেকে ২০০৫, এই তিন বছর হয়েছেন বিশ্বের সেরা মহিলা ফুটবলার৷ আর ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ফিফা ব়্যাংকিং'এ তাঁর অবস্থান ছিল দুই নম্বরে৷

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় তিনি খেলেন ‘এফএফসি ফ্রাঙ্কফুর্ট' দলের হয়ে৷

ফুটবলের মতো ব্যক্তি জীবনেও অনন্য ক্যারিয়ার ৩৩ বছর বয়সী প্রিন্সের৷ পেশায় ফিজিওথেরাপিস্ট৷ লেখাপড়া রয়েছে মনোবিজ্ঞানেও৷ সেজন্য কাজ করছেন ফিফার বর্ণবাদবিরোধী কার্যক্রমেও৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ