1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেক রেকর্ডের সন্ধান

৩০ ডিসেম্বর ২০১৩

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি দুবাইয়ে৷ মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপ সেখানে৷ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরও দুবাইতে৷ এবার শহরটি আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছে৷

Dubai Expo 2020
ছবি: Karim Sahin/AFP/Getty Images

ইংরেজি নতুন বছর উদযাপন করতে প্রায় চার লক্ষ আতশবাজি পোড়ানোর এক মহাপরিকল্পনা নিয়েছে দুবাই৷ চারশ স্থান থেকে ছয় মিনিট ধরে আতশবাজিগুলো উৎক্ষেপণ করা হবে৷ ‘পাম জুমেইরাহ' ও ‘দ্য ওয়ার্ল্ড' – এই দুটি মানবসৃষ্ট দ্বীপের আকাশে দেখা যাবে আতশবাজির খেলা৷

এই প্রদর্শনী ‘গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড'এ থাকা ‘সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী'র রেকর্ড ভাঙবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দুবাই সরকার৷

২০১০ সালে বিশ্বের সবচেয়ে উঁচু ৮২৮ মিটারের ‘বুর্জ খলিফা' ভবন উদ্বোধনের পর থেকেই নববর্ষ উদযাপনের দিক দিয়ে বিশ্বের অন্যতম শহরে পরিণত হওয়ার চেষ্টা শুরু করে দুবাই

জেডএইচ / এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ