1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ছুঁলেন ফেটেল

২৬ নভেম্বর ২০১৩

যুগাবসানে নতুন যুগের সূচনাও হয়৷ মিশায়েল শুমাখারের বিদায়ে ফর্মুলা ওয়ানের রেসকে তারকাদ্যূতিহীন ভেবেছিলেন যাঁরা, সেবাস্টিয়ান ফেটেল আবারো তাঁদের ভুল প্রমাণ করেই ছাড়লেন৷ দু-দুটি বিশ্বরেকর্ড ছুয়ে বছর শেষ করেছেন তিনি৷

Red Bull Formula One driver Sebastian Vettel of Germany bows as he celebrates winning the Brazilian F1 Grand Prix at the Interlagos circuit in Sao Paulo November 24, 2013. REUTERS/Nacho Doce (BRAZIL - Tags: SPORT MOTORSPORT F1 TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

বয়স মাত্র ২৬৷ জার্মানির এই ফর্মুলা ওয়ান ড্রাইভার এ বয়সেই আলিঙ্গন করে চলেছেন একের পর এক রেকর্ডকে৷ রবিবার ব্রাজিলের সাও পাওলোতেও ওড়ালেন বিজয় নিশান৷ বছরের শেষ আয়োজন ব্রাজিলিয়ান ফর্মুলা ওয়ান রেস সবার আগে শেষ করে তিনি ছুঁয়ে ফেলেছেন স্বেদেশি জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখারকে৷ ১৭ বছরের ক্যারিয়ারে এক বছরে সর্বোচ্চ ১৩টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন শুমাখার৷ ২০০৪ সালে গড়া তাঁর সেই রেকর্ড ষষ্ঠ বছরেই ছুঁয়ে ফেলেছেন ফেটেল৷

ছবি: Getty Images

ব্রাজিলিয়ান গ্রঁ প্রিঁ-তে এ বছরের টানা নবম জয় পেয়েছেন ফেটেল৷ এর ফলে ছুঁয়ে ফেলেছেন আরেকটি রেকর্ড৷ ৬১ বছর আগে টানা নয়টি জয় পেয়েছিলেন ইটালির আলবার্তো আসকারি৷ তরুণ ফেটেল যে শুমাখার এবং আসকারিকে পেছনে ফেলার সম্ভাবনা জাগিয়ে নতুন বছর শুরু করবেন, তাতে আর সন্দেহ কী!

এমন অর্জনে রেড বুলের এই ফর্মুলা ওয়ান তারকা স্বাভাবিক কারণেই খুশিতে উদ্বেল৷ রেস শেষে স্বতীর্থদের উদ্দেশ্যে তাই তিনি বলেছেন, ‘‘ বন্ধুরা, তোমাদের নিয়ে আমি গর্বিত৷ আমি তোমাদের ভালোবাসি৷ এ মুহূর্তটির কথা মনে রেখো, এ অর্জনের আনন্দ উপভোগ করো৷ হ্যাঁ, আমরা এটা করে দেখিয়েছি৷ অবিশ্বাস্য লাগছে!''

ফর্মুলা ওয়ানে এখন চলছে ফেটেল যুগ৷ রবিবার তাঁর সাফল্যে উজ্জ্বল দিনটিতেই ফর্মুলা ওয়ানকে বিদায় জানিয়েছেন ফেটেলের স্বতীর্থ মার্ক ওয়েবার৷ ফলে ব্রাজিলিয়ান গ্রঁ প্রিঁ হয়ে রইল তাঁর ক্যারিয়ারের শেষ ফর্মুলা ওয়ান রেস৷ শেষ রেসে দ্বিতীয় হলেও অস্ট্রেলীয় এই ড্রাইভারের ক্যারিয়ারও বেশ সাফল্যে মোড়ানো৷ আগের দু'বার ব্রাজিলের এ আয়োজনে তিনিই ছিলেন সেরা৷ ফর্মুলা ওয়ান ছেড়ে ওয়েবার এবার শ্রেষ্ঠত্ব দেখাতে চান স্পোর্টস কার রেসিংয়ে৷ নতুন বছরে পোর্শের হয়ে সেখানে হয়ত ঝড় তুলতে দেখা যাবে তাঁকে৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ