ম্যারাডোনার জার্সি রেকর্ড দামে বিক্রি হলো। ওই জার্সি পরে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বিতর্কিত ও একটি শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
১৯৮৬-র বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা। পরে তিনি বলেছিলেন, 'হ্যান্ড অফ গড'। যে জার্সি পরে তিনি ওই গোল করেছিলেন সেটাই নিলামে রেকর্ড দাম পেল। ৯৩ লাখ ডলার বা ৭২ কোটি টাকায় ওই জার্সি বিক্রি হলো। লন্ডনে সদবিস অকশন হাউস থেকে এই জার্সি নিলামে বিক্রি হলো। এর আগে খেলার কোনো স্মারক এত বেশি দামে বিক্রি হয়নি।
কেন এই জার্সি?
১৯৮৬-র বিশ্বকাপ জেতার ক্ষেত্রে আর্জেন্টিনার সামনে অন্যতম কঠিন বাধা ছিল ইংল্যান্ড। এই ম্যাচটাই হয়ে উঠেছিল সবচেয়ে বিতর্কিত ম্যাচ। আজ পর্যন্ত ইংল্যান্ডে এই ম্যাচ নিয়ে আলোচনা হয়।
ওই ম্যাচ আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। দুইটি গোলই দিয়েছিলেন ম্যারাডোনা। তার মধ্যে একটি ওই হ্যান্ড অফ গড। সেটিই ছিল প্রথম গোল। ম্যারাডোনা হেড করার জন্য লাফিয়েছিলেন। রেফারি দেখতে পাননি, বলটি ম্যারাডোনার হাতে লেগে গোলে ঢোকে।
পরে ম্যারাডোনা বলেছিলেন, ওই গোলটি হয়েছে 'আ লিটল উইথ দ্য হেড অফ ম্যারাডোনা, আ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড'। সহজ বাংলায়, গোলটির পিছনে কিঞ্চিত ম্যারাডোনা মাথা ও কিঞ্চিত ঈশ্বরের হাত কাজ করেছে।
তবে ওই ম্যাচেই ম্যারাডোনার দ্বিতীয় গোলটিকে অসাধারণ বললেও কম বলা হয়। ২০০২ সালে ফিফা আয়োজিত ভোটে ম্যারাডোনার ওই গোলটিই 'গোল অফ দ্য সেঞ্চুরি'-র শিরোপা পেয়েছে। ম্যারাডোনা আর্জেন্টিনার হাফ থেকে বলটি ধরে একের পর এক ইংল্যান্ডের ফুটবলারকে কাটিয়ে, গোলকিপারকে ধোঁকা দিয়ে জালে বল ঠেলে দেন।
ওই দুইটি গোলই ম্যারাডোনার চরিত্রকে ফুটিয়ে তুলেছে। একদিকে তিনি ফুটবলের রাজাপুত্র অন্যদিকে তিনি বেহিসেবী, ধ্বসাত্মক জীবনযাত্রায় রত।
এই বিশ্বকাপের আসর বসেছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড যুদ্ধের চার বছর পর। তাই ম্যাচটি দুই দেশের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছিল। আর ওই বিশ্বকাপের পর ফুটবল ভক্তদের হৃদয়ে ম্যারাডোনার স্থান স্থায়ী হয়ে গেছিল। সেসময়ের ফুটবলে অবিসংবাদী নায়কের আসনে বসেছিলেন তিনি। কিন্তু মাদক নেয়া, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ার পর ২০২০-তে মাত্র ৬০ বছর বয়সে চলে যান ম্যারাডোনা।
কথায়, তথ্যে ম্যারাডোনা
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন ডিয়েগো ম্যারাডোনা৷ পেশাদার জীবন শেষে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে, অন্যের সম্পর্কে মন্তব্য করে মাঝেমধ্যেই আলোচনায় আসতেন তিনি৷
১৯৮৪ সালে ক্লাওদিয়া ভিলইয়াফানিয়ের সঙ্গে বিয়ে হয় তার৷ ২০০৪ সালে তা ভেঙে যায়৷ ডালমা ও খিয়ানিনা (আগুয়েরোর সাবেক স্ত্রী) নামে তাদের দুটি সন্তান আছে৷ এর বাইরে বিভিন্ন সময় অনেকের সঙ্গে জড়িয়ে আরও সন্তানের জনক হয়েছেন ম্যারাডোনা৷ তবে ডালমা ও খিয়ানিনাকেই তিনি তার বৈধ সন্তান বলে আখ্যায়িত করেছেন৷ বাকিরা তার ‘টাকা আর ভুলের’ ফসল বলে মন্তব্য করেন ম্যারাডোনা৷ ছবিতে দুই মেয়ের সঙ্গে ম্যারাডোনা৷
ছবি: VALERY HACHE/AFP
‘চার্চ অফ ম্যারাডোনা’
হ্যাঁ, সত্যিই ম্যারাডোনার নামে একটি ধর্ম আছে৷ ১৯৯৮ সালে আর্জেন্টিনার তিন সমর্থক ‘ইগলেসিয়া মারাডোনিয়ানা’ বা ‘চার্চ অফ মারাডোনা’ গড়ে তোলেন৷ ১৯৬০ সালের ৩০ অক্টোবর ম্যারাডোনা জন্মান৷ সে হিসেবে ২০২০ সালের ৩০ অক্টোবর ছিল ৬০ ডি.ডি৷ ডি.ডি অর্থ ‘ডেসপুয়েস ডিয়েগো’ বা ডিয়েগোর পর৷ প্রতিবছর ৩০ অক্টোবর ক্রিসমাস পালন করা হয়৷ একশ’র বেশি দেশে এই ধর্মের অনুসারীরা রয়েছেন৷ ছবিতে এক অনুসারীকে দেখা যাচ্ছে৷
ছবি: Natacha Pisarenko/AP/picture alliance
ফিফা ‘প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি’
বিশ শতকের সেরা ফুটবলার নির্বাচনে ২০০০ সালে জরিপ করেছিল ফিফা৷ প্রথমে ইন্টারনেট জরিপে ৫৩ শতাংশ ভোট পান ম্যারাডোনা৷ পেলে পান ১৮ শতাংশ ভোট৷ কিন্তু ইন্টারনেট জরিপে ম্যারাডোনা-প্রজন্মের বেশি ভোট পড়া নিয়ে কথা ওঠায় ফিফা তার ম্যাগাজিনের পাঠক, বিভিন্ন দেশের কোচ, কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে দ্বিতীয় একটি জরিপ করে৷ তাতে ৭৩ শতাংশ ভোট পান পেলে৷ ম্যারাডোনা পান ৬ শতাংশ৷ ফলে দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে ফিফা৷
ছবি: Reuters//C. Platiau
ম্যারাডোনাকে নিয়ে পেলের মন্তব্য
যৌথভাবে ‘প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হওয়ার পর ম্যারাডোনা সম্পর্কে পেলে বলেছিলেন, ‘‘যদি সে নিজেকে শতাব্দীর সেরা প্লেয়ার মনে করে তাহলে সেটা তার সমস্যা৷’’ এছাড়া ম্যারাডোনা আর্জেন্টিনার কোচের দায়িত্ব পাওয়া সম্পর্কে পেলে বলেছিলেন, ‘‘এটা ম্যারাডোনার ভুল নয়৷ ভুল হচ্ছে তার, যে তাকে এই দায়িত্ব দিয়েছে৷’’ অবশ্য ম্যারাডোনা মারা যাওয়ার পর পেলে এক টুইটে তার সঙ্গে স্বর্গে ফুটবল খেলার ইচ্ছা প্রকাশ করেন৷
ছবি: picture alliance/dpa
পেলেকে নিয়ে ম্যারাডোনার মন্তব্য
আর্জেন্টিনার কোচের দায়িত্ব পাওয়ার পর পেলের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ম্যারাডোনা বলেছিলেন, ‘‘পেলের মিউজিয়ামে ফিরে যাওয়া উচিত৷ এবং সেখানেই থাকা উচিত৷’’ এছাড়া ২০০৬ বিশ্বকাপের উদ্বোধনীতে না যাওয়ার কারণ প্রসঙ্গে ম্যারাডোনা বলেছিলেন, ‘‘ব্লাডি পেলে আমার আশপাশে হেঁটে বেড়াবে সেটা দেখতে আমি আসিনি৷’’ অথচ ২০০৫ সালে টিভিতে নিজের টকশোর প্রথম অতিথি হিসেবে পেলেকে নিয়েছিলেন ম্যারাডোনা৷
ছবি: picture-alliance/dpa//TASS/M. Metzel
‘হ্যান্ড অফ গড’
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে করা প্রথম গোল সবসময় আলোচনায় থাকবে৷ ম্যাচ শেষে ম্যারাডোনা সাংবাদিকদের জানিয়েছিলেন, সেই গোলের ক্ষেত্রে ‘ম্যারাডোনার মাথার সামান্য আর ইশ্বরের হাতের সামান্য’ (এ লিটল উইথ দ্য হেড অফ ম্যারাডোনা অ্যান্ড এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড) অবদান আছে৷ ঐ ম্যাচের রেফারি টিউনিশিয়ার আলী বিন নাসেরের সঙ্গে ২০১৫ সালে দেখা হয়েছিল ম্যারাডোনার৷ আলীকে তিনি ‘চিরকালের বন্ধু’ বলেছিলেন৷
ছবি: pictures-alliance/dpa/empics
‘হ্যান্ড অফ রিজন’
একবার এক আলোকচিত্রীর গাড়ির কাচ ভেঙে ফেলেছিলেন ম্যারাডোনা৷ এরপর বলেছিলেন, ‘‘আমি যুক্তির হাত দিয়ে (হ্যান্ড অফ রিজন) এটা করেছি৷’’ ছবিটি প্রতীকী৷
ছবি: Getty Images/A. Morton
১০ নম্বর তুলে রাখা?
ম্যারাডোনাকে সম্মান জানাতে ফ্রান্সের মার্সেই ক্লাবের কোচ আন্দ্রেই ভিলাশ-বোয়াশ সব দল ও সব প্রতিযোগিতা থেকে জার্সি নম্বর ‘১০’কে অবসরে পাঠাতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন৷ এর আগে ২০০১ সালে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তাদের জাতীয় দলে আর ১০ নম্বর জার্সি ব্যবহার না করতে ফিফার অনুমতি চাইলে ফিফা সেটি দেয়নি৷ তবে ২০০০ সাল থেকে নেপোলি ক্লাব আর কাউকে ১০ নম্বর জার্সি দিচ্ছে না৷
ছবি: picture alliance/Offside
মেসিকে সমর্থন
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা৷ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে সেবার বিদায় নিয়েছিল মেসির দল৷ এরপর মেসির সমালোচনা শুরু হলে ম্যারাডোনা তাকে রক্ষায় এগিয়ে এসে বলেছিলেন, ‘‘যারা বলছেন বিশ্বকাপটা মেসির ভাল যায়নি, তারা বোকা৷’’ একমাত্র ম্যারাডোনা আর মেসিই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও বিশ্বকাপ - দুটোতেই ‘গোল্ডেন বল’ জিতেছেন৷
ছবি: Jon Hrusa/dpa/picture alliance
সবচেয়ে বেশি ফাউলের শিকার
১৯৮২ সালে ইটালির সঙ্গে ম্যাচে ম্যারাডোনাকে ২৩ বার ফাউল করা হয়েছিল৷ এখন পর্যন্ত বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউলের শিকার হওয়া ফুটবলার তিনি৷ এরপর ১৯৮৬ বিশ্বকাপে মোট ৫৩ বার ফাউল করা হয় তাকে৷ সেটিও একটি রেকর্ড৷ এক বিশ্বকাপে কোনো এক ফুটবলারকে এতবার ফাউল করা হয়নি৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
জার্সির কাহিনি
ম্যাচের পর ম্যারাডোনা ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন। স্টিভ ওই জার্সি দিয়ে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ইংল্যান্ডের ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে দিয়ে দেন। সেখান থেকেই জার্সিটি নিলামের টেবিলে আসে।
সদবিস যখন ওই জার্সি নিলামে তোলার কথা জানায়, তখন ম্যারাডোনার আত্মীয়রা জানান, ওই জার্সি পরেই ম্যারাডোনা খেলেছিলেন কি না, তা নিয়ে তাদের সন্দেহ আছে। সদবিস বলে, তাদের চিফ সায়েন্স অফিসার জার্সি দেখে আসল বলে ছাড়পত্র দিয়েছেন। তাদের তরফ থেকে জানানো হয়, বিংশ শতাব্দীর খেলার ইতিহাসে এই জার্সির গুরুত্ব অপরিসীম।
এর আগে ১৮৯২ সালের অলিম্পিক আন্দোলনের ইস্তাহার ৮৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ২০১৯ সালে এই নিলাম হয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিল ম্যারাডোনার জার্সি।