1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড-নিম্ন সমর্থন ম্যার্কেল সরকারের

১৯ অক্টোবর ২০১৮

সরকারে থাকা জোটগুলোর সমর্থন যখন কমেই চলেছে, গ্রিন পার্টি এবং উগ্র ডানপন্থি এএফডি তাদের অবস্থান ক্রমশ মজবুত করছে৷ কিছু জার্মান এ নিয়ে উদ্বিগ্ন হলেও অন্যরা পরিবর্তনকে গণতন্ত্রের জন্য ভালো বলেই মনে করছেন৷

Deutschland Koalitionsgipfel im Kanzleramt
ছবি: picture-alliance/dpa/B. von Jutrczenka

শুক্রবার প্রকাশিত জার্মানির সর্বশেষ ডয়েচলান্ডট্রেন্ড জরিপ বলছে, ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে রয়েছে বর্তমান সরকারের জনপ্রিয়তা৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ এবং সামাজিক গণতন্ত্রী দল এসপিডি গত সপ্তাহের চেয়েও এক পয়েন্ট হারিয়েছে৷ ফলে সরকারের সমর্থন এসে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে৷

জার্মানির পাবলিক ব্রডকাস্টার এআরডি পরিচালিত জরিপ বলছে, এই রোববার ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হলে সিডিইউ পেতো কেবল ২৫ শতাংশ ভোট৷ এসপিডিকে ভোট দিতো ১৪ শতাংস জার্মানের সমর্থন৷

উগ্র ডানপন্থি দল অলটারনেটিভ ফর ডয়চলান্ড এএফডি ১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে৷

‘গ্র্যান্ড কোয়ালিশনের' এই পতনে লাভবান হয়েছে গ্রিন পার্টি৷ ২০১১ সালের নির্বাচনের পর থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে দলটি৷ ১৯ শতাংশ জার্মান বলছেন, তাঁরা পরিবেশবাদী এই দলটিকেই ভোট দিতেন৷

বাভারিয়া রাজ্যের সাম্প্রতিক নির্বাচন থেকেও বেশ সাফল্য তুলে নিয়েছে গ্রিন পার্টি৷ রাজ্যটিতে সিডিইউ-এর সহযোগী খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ প্রাধান্য ধরে রাখলেও ১২ অক্টোবরের নির্বাচনের পর তারা হারিয়েছে ১২ শতাংশ মানুষের সমর্থন৷ অন্যদিকে গ্রিন পার্টিক সমর্থন ২০১৩ সালের ৮ দশমিক ৬ শতাংশ থেকে ২০১৮ সালে ১৭ দশমিক ৫ শতাংশে পৌঁছে গেছে৷

জার্মানির ঐতিহ্যবাহী দলগুলোর জনপ্রিয়তা ক্রমাগত কমতে থাকায় ৫১ শতাংশ জার্মান উদ্বেগ প্রকাশ করেছেন৷ একই সময়ে ৪৭ শতাংশ মানুষ মনে করেন, নতুন নতুন দলের উত্থান দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো ফল বয়ে আনবে৷

এডিকে/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ