1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

১০ এপ্রিল ২০১৯

ইসরায়েলের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও ডানপন্থি জোট আবারও বামপন্থি দলগুলোকে হারিয়ে বিজয় অর্জন করেছে৷ অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর দল জোট সরকার গঠন করতে যাচ্ছে৷

Parlamentswahl in Israel
ছবি: picture-alliance/dpa/O. Weiken

নেতানিয়াহু রেকর্ড পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন৷ পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি ও তাদের শরিক ডানপন্থি দলগুলো পেয়েছে ৬৫টি আসন৷

প্রাথমিক ফল ঘোষণার পর নেতানিয়াহু তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘আমি আসলেই আবেগাপ্লুত, কারণ পঞ্চমবারের মতো ইসরায়েলের জনগণ আমার উপর আস্থা রেখেছেন৷ আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, এটা ডানপন্থি সরকার হবে, কিন্তু আমি ইসরায়েলের সব নাগরিকের প্রধানমন্ত্রী, সেটা বামপন্থি, ডানপন্থি, ইহুদি এবং অইহুদি সবার৷''

নতুন যে সরকার হতে যাচ্ছে, তা দেশের ইতিহাসের সবচেয়ে ডানপন্থি সরকার৷

নির্বাচনের শেষ দিনগুলোর প্রচার-প্রচারণায় নেতানিয়াহু ডানপন্থি সমর্থকদের উদ্দেশে পশ্চিম তীর দখলের আহ্বান জানিয়েছিলেন৷ তাঁর এই আহ্বানের ফলে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তির সম্ভাবনা আরও দূরে সরে গেছে৷ সমালোচকদের মতে, নেতানিয়াহুর এই মনোভাব ইসরায়েলের ইহুদি এবং গণতান্ত্রিক মনোভাবের সঙ্গে সংঘাতপূর্ণ৷

আরব সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য আরব নেতারা নেতানিয়াহুকে দায়ী করে আসছেন৷ দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব নাগরিক৷ আরব সংখ্যাগরিষ্ঠ হাদাস-তায়াল পার্টি নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছে৷

 ইসরায়েলে ৩০ বছর শাসন করা লেবার পার্টি মাত্র ৬টি আসন পেয়েছে৷ ধর্মনিরপেক্ষ দল মেরেৎস পার্টি পেয়েছে ৪টি আসন৷ কট্টরপন্থি শাস এবং ইউনাইটেড তোরাহ জুডাইজম এই দুই দল ৮টি করে আসনে জয় পেয়েছে৷

শুক্রবার ইসরায়েলের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে৷ সেদিন প্রেসিডেন্ট রুভেন রিভলিন অন্য দলগুলোর সঙ্গে সরকার গঠনের জন্য আলোচনা করবেন৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ