1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ভাঙার দৌড়ে বার্সেলোনা

১৪ জানুয়ারি ২০১৩

ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার জয়যাত্রা সত্যি মুগ্ধ করার মতো৷ ক্লাব এবং ক্লাবের খেলোয়াড়রা একের পর এক রেকর্ড ভেঙে চলেছে৷ ক্লাবের ক্রীড়া প্রধান আন্দোনি সুবিসারেতা তাই উচ্ছ্বসিত৷

epa03444072 FC Barcelona's Argentinian striker Lionel Messi (R) vies for the ball with Celtic Glasgow's captain Scott Brown (L) during their UEFA Champions League group G soccer match at Camp Nou in Barcelona, northeastern Spain, 23 October 2012. EPA/ALBERT OLIVE +++(c) dpa - Bildfunk+++
Messi und Brown Barcelona vs Celtic Glasgowছবি: picture-alliance/dpa

রবিবার মালাগাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা৷ তার মধ্যে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি৷ টানা ৪ বছর ধরে ফিফা'র সেরা ফুটবলার শিরোপা পেয়ে তিনি এমনিতেই খ্যাতির শীর্ষে৷ গত মরসুমে ৫০ গোলের রেকর্ড তিনি নিজেই আবার ভাঙবেন বলে মনে হচ্ছে৷ কারণ চলতি মরসুমে মেসি এখনই ২৯টি গোল করে বসে আছেন, যার মধ্যে ২৮ গোল ‘লা লিগা'-র জন্য৷

বার্সা ক্লাবের ক্রীড়া প্রধান আন্দোনি সুবিসারেতা টিমের সাফল্যে উচ্ছ্বসিত৷ তিনি বলেন, ‘‘টিমের সাফল্যের বর্ণনা দিতে আর কোনো নতুন বিশেষণ খুঁজে পাচ্ছি না৷ এর আগে অন্য কোনো টিম প্রথমার্ধেই এত পয়েন্ট পায় নি৷'' তিনি দলের ভূয়সী প্রশংসা করে বলেন, এবার শুধু এগিয়ে যেতে হবে৷ শুধু লিগ নয়, যেখানে সম্ভব, সেখানেই জয়ের পেছনে ছুটতে হবে৷

ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার জয়যাত্রা সত্যি মুগ্ধ করার মতোছবি: picture alliance / ZUMA Press

সত্যি, ক্লাব হিসেবেও রেকর্ড ভেঙেছে বার্সা৷ মরসুমের প্রথমার্ধেই বার্সেলোনা ১৯টি ম্যাচে ৬৪টি গোল করেছে৷ সম্ভাব্য ৫৭ পয়েন্টের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম রয়েছে দলটি৷ রেয়াল মাদ্রিদের তুলনায় অবশ্য ১৮ পয়েন্টে এগিয়ে আছে মেসির দল৷ এ ভাবে এগোতে থাকলে বার্সা রেয়াল মাদ্রিদের আগের রেকর্ডও ভেঙে ফেলতে পারে৷ গত মরসুমে রেয়াল ১২১ গোল করে ১০০ পয়েন্ট পেয়েছিল৷

রেকর্ড ভাঙার দৌড়ে স্পেনের আরেকটি ক্লাবও পিছিয়ে নেই৷ আতলেতিকো মাদ্রিদ মরসুমের প্রথমার্ধে ১০টি ম্যাচের প্রত্যেকটিতেই জয়লাভ করেছে৷ যদিও পয়েন্টের বিচারে তারা বার্সেলোনার তুলনায় ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে৷ প্রবল প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে অবশ্য খুশি কোচ দিয়েগো সিমেওনে৷

স্পেনের ক্লাবগুলির এই সাফল্য শুধু দেশের লিগেই সীমাবদ্ধ থাকে, না কি চ্যাম্পিয়ন্স লিগেও তারা বাকিদের ফেলে এগিয়ে যেতে পারে, সে দিকেই আপাতত ফুটবল অনুরাগীদের নজর৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ