1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐকমত্যে পৌঁছলেন ইইউ নেতারা

২১ জুলাই ২০২০

চার রাত ও পাঁচ দিনের ইইউ শীর্ষ সম্মেলনে করোনা সংকট মোকাবিলায় আর্থিক প্যাকেজ ও দীর্ঘমেয়াদী ইইউ বাজেট অনুমোদন করলেন শীর্ষ নেতারা৷ তাঁদের আশা, আপোশ সত্ত্বেও এই প্রণোদনা মন্দা কাটাতে সফল হবে৷

ইইউ শীর্ষ সম্মেলনে করোনা সংকট মোকাবিলায় আর্থিক প্যাকেজ ও দীর্ঘমেয়াদী ইইউ বাজেট অনুমোদন করলেন শীর্ষ নেতারা
ছবি: Reuters/J. Thys

কথায় বলে, সব ভালো যার শেষ ভালো৷ শুক্রবার থেকে একটানা আলোচনা ও দরকষাকষির পর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা অবশেষে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন৷ করোনা সংকটের জের ধরে ইউরোপে চরম অর্থনৈতিক মন্দার মোকাবিলা করতে তাঁরা বিশাল অঙ্কের প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন৷ ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল মঙ্গলবার ভোরে এই ঘোষণা করেন৷ তবে আপোশ হিসেবে ৭৫,০০০ কোটি ইউরো অঙ্কের মধ্যে ‘মাত্র' ৩৯,০০০ কোটি সরাসরি ক্ষতিগ্রস্ত দেশগুলিকে অনুদান হিসেবে দেওয়া হবে৷ বাকি অর্থ ঋণ হিসেবে বণ্টন করা হবে৷ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেন এবং শেষ পর্যন্ত ফিনল্যান্ডের আপত্তির কারণে এই রফা মেনে নিতে হয়েছে৷ কোনো দেশ অনুদান গ্রহণ করে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি কার্যকর না করলে অন্য কোনো দেশ তিন মাসের জন্য অনুদান বন্ধ রাখতে ভেটো প্রয়োগ করতে পারবে৷ ‘ফ্রুগাল ফোর' বলে পরিচিত চারটি দেশের উদ্যোগেই বিশেষ করে ইটালি ও স্পেনের মতো দেশকে এমন শর্ত মেনে নিতে হয়েছে৷ অনুদানের ক্ষেত্রে আপত্তি তুলে নেওয়ার বদলে এই দেশগুলি ইইউ বাজেটের ক্ষেত্রে মোটা অঙ্কের রিবেট বা ছাড় পাচ্ছে৷

অনুদানের শর্ত হিসেবে ‘আইনের শাসন’ মেনে চলার বিষয়টি যোগ করা হয়েছে৷ হাঙ্গেরি ও পোল্যান্ডের বর্তমান সরকার এমন শর্তের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করার হুমকি দিলেও শেষ পর্যন্ত এ ক্ষেত্রেও আপোশ সম্ভব হয়েছে৷ উল্লেখ্য, একের পর এক বিতর্কিত পদক্ষেপের কারণে এই দুই দেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে৷ ইউরোপীয় কমিশনের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির অর্থ বণ্টন করা হবে৷

করোনা সংকটের জের ধরে বিচ্ছিন্ন আর্থিক প্রণোদনার বদলে ইইউ দীর্ঘমেয়াদী বাজেটের কাঠামোর মধ্যেই এই কর্মসূচি রূপায়নের পরিকল্পনা নিয়েছে৷ ২০২১ থেকে ২০২৭ সালের জন্য এক লাখ দশ কোটি ইউরো অঙ্কের বাজেটের প্রস্তাবও অনুমোদন করেছেন ইইউ শীর্ষ নেতারা৷

চার রাত ও পাঁচ দিনের রেকর্ড শীর্ষ সম্মেলনের পর ঐকমত্য সম্ভব হওয়ায় উপস্থিত নেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, এটি ইউরোপের জন্য এক ঐতিহাসিক দিন৷ ইইউ-র বর্তমান সভাপতি দেশ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও ঐকমত্য অর্জন সম্ভব হওয়ায় সন্তুষ্ট হয়েছেন৷ করোনা সংকট সামাল দিতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই যে অভূতপূর্ব অর্থ ঢেলেছে, তার সম্পূরক হিসেবে ইইউ-র পদক্ষেপ কাজ করবে বলে সব পক্ষ আশা করছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ