1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড সংখ্যক ঘর ছাড়া মানুষ

২০ জুন ২০১৫

সংঘাত ও নির্যাতনের শিকার হয়ে বিশ্বের প্রায় ছয় কোটি মানুষ ঘর ছাড়া অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ৷ ২০১৪ সাল পর্যন্ত হিসেব করা এই সংখ্যাটি আগের যে-কোনো সময়ের চেয়ে বেশি বলেও জানিয়েছে তারা৷

Syrien Flüchtlinge Rückkehr nach Tal Abyad
ছবি: Reuters/U. Bektas

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রকাশ করা বার্ষিক ‘গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট' বলছে, ঘর হারা হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকের বেশিই শিশু৷

২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সেদেশেরই মানুষ সবচেয়ে বেশি গৃহহীন অবস্থায় আছেন৷ গত বছর পর্যন্ত সিরিয়ার প্রায় ৭.৬ মিলিয়ন মানুষ ঘর ছাড়া হয়েছেন৷ এর মধ্যে প্রায় চার মিলিয়ন সিরীয় লেবানন, জর্ডান ও তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করছেন৷

ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীরা...ছবি: Reuters/Beawiharta

ঘর ছাড়া মানুষের মধ্যে ৩৮.২ মিলিয়ন তাদের নিজেদের দেশেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে বাধ্য হয়েছেন৷ বাকিরা নিজের দেশ ছাড়তেই বাধ্য হয়েছেন৷ অর্থাৎ জাতিসংঘের হিসেবে, বিশ্বে শরণার্থীর সংখ্যা প্রায় ১৯.৫ মিলিয়ন৷ এর মধ্যে ৫.১ মিলিয়ন ফিলিস্তিনি নাগরিক৷ অবশিষ্টরা সিরিয়া, সোমালিয়া ও আফগানিস্তানের৷

নিজ দেশে গৃহহারা হওয়াদের মধ্যে বেশিরভাগই ইউক্রেন, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, কঙ্গো ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নাগরিক৷

তুরস্ক ও সিরিয়া সীমান্তে গৃহহারারা...ছবি: Reuters/U. Bektas

জাতিসংঘ বলছে, ২০১৪ সালে প্রায় ১.৬ মিলিয়ন মানুষ অন্যদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে৷ ২০১৩ সালের চেয়ে যেটা প্রায় দ্বিগুন৷ গতবছর শুধু ২ লক্ষ ৭০ হাজার ইউক্রেনীয় নাগরিক রাশিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছে বলে জানা গেছে৷

প্রতিবেদনটিতে উল্লেখ করার মতো আরেকটি বিষয় হলো, গত ৩১ বছরের মধ্যে গত বছরই নাকি সবচেয়ে কমসংখ্যক শরণার্থী নিজ দেশে ফিরে যেতে পেরেছেন৷ সংখ্যার হিসেবে সেটা প্রায় এক লক্ষ ২৭ হাজার৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ