1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড ৫৪০ মিনিট জালে বল যেতে দেননি আঙ্গেরের

২৪ জুন ২০১১

একেই বলে সুযোগের সদ্ব্যবহার৷ ২০০৭ সালের মহিলা বিশ্বকাপ ফুটবলে জার্মানির গোলপোস্ট সামলেছেন নাদিনে আঙ্গেরের৷ তবে সুযোগটা পেয়েছিলেন তখনকার দিনের সেরা গোলরক্ষক জিল্কে রোটেনবের্গ ইনজুরির কারণে ফর্মে না থাকায়৷

গোল রক্ষক নাদিনে আঙ্গেরেরছবি: Kinowelt

ব্যস, সুযোগকে কাজে লাগিয়ে ফেললেন আঙ্গেরের৷ পুরো টুর্নামেন্টে একটা গোলও খায়নি জার্মানি৷ অর্থাৎ পুরো ৫৪০ মিনিটে কোনো বল একবারের জন্যও আঙ্গেরের চোখকে ফাঁকি দিতে পারেনি৷ এতটাই কড়া নজর রেখেছিলেন তিনি৷ এমনকি ফাইনালে একটি পেনাল্টিও আটকে দিয়েছিলেন আঙ্গেরের৷

তবে খেলাটা তিনি শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে৷ পরে তাঁর মনে হয়েছে গোলরক্ষক হিসেবেই তিনি ভাল করবেন৷

আঙ্গেরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু ১৯৯৭ সালে৷ তবে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি৷ কারণ সেই রুটেনবের্গ, যার ইনজুরিই পরে আঙ্গেরের জন্য সুখবর নিয়ে এসেছিল৷

বুন্ডেসলিগায় ‘এফএফসি ফ্রাঙ্কফুর্ট' দলের হয়ে খেলেন ৩৩ বছর বয়সী আঙ্গেরের৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ