1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেলমন্ত্রীর ‘শালা বা সম্বন্ধীর ছেলে’ ও একজন টিটিই

৭ মে ২০২২

আলোচনায় এখন সুজন৷ যারা জানেন তারা জানেন, ক্রিকেটার খালেদ মাহমুদই শুধু নন আমাদের রেলমন্ত্রীও সুজন, নূরুল ইসলাম সুজন৷

Bangladesch Zug im Lawachara Nationalpark
ছবি: bdnews24.com/Mustafiz Mamun

আমাদের এই সুজনটি মাত্রই গত বছর বিয়ে করেছেন তাই তিনি প্রায় আনকোরা নতুন জামাই৷ শ্বশুরবাড়ির মানুষ জনকে ইমপ্রেস করাটা নতুন জামাই এর জন্য একধরনের কর্তব্যই৷

খবরে জানা গেল, রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে বিনা টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রেলভ্রমণ করছিলেন। টিটিই এসে তাদের জরিমানা করেন আর কামরা থেকে বের করে দেন৷ গত বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়৷ শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি৷

স্ত্রীর ভাগনে মানে রেলমন্ত্রীর শালা বা সম্বন্ধীর সন্তান৷ বুঝলেন কিনা? মন্ত্রীর শালার পো জেনেও টিটিই যে হঠাৎ কর্তব্যপরায়ণ হয়ে উঠলেন সেটিও পরীক্ষা করে দেখা যেতে পারে৷ আমাদের রেলের কামরায় কামরায় এরকম টিটিই থাকলে বিনা পয়সায় ভ্রমণ একেবারে বন্ধ হয়ে যাওয়ার কথা৷

সে যাক, শালা বা সম্বন্ধীর ছেলেদের বিষয়ে মন্ত্রীর কাছ থেকে এখনও কিছু শুনিনি আমরা। তবে সুজন-সখা হয়ে কথা বলেছেন, পশ্চিম রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। তিনি দৈনিক প্রথম আলোকে বলেন, জরিমানা করার জন্য তাকে বরখাস্ত করা হয়নি৷ তার বিরুদ্ধে তিন যাত্রীকে হয়রানি ও অশোভন আচরণ করার অভিযোগ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

বাহ্। অভিযোগের প্রেক্ষিতে বরখাস্ত! ওই অভিযোগ কে করল মশাই, মন্ত্রীর শালা বা সম্বন্ধীর পুত্ররা তো, তাই না? রেলের বিনাটিকিটের যাত্রীরা টিটিইর বিরুদ্ধে তো অভিযোগ করতেই পারেন। তাই বলে রাত পোহাতে পারল না তিনি বরখাস্ত!

খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/P. Böll

রেল কর্মকর্তা আরও জানিয়েছেন, ওই টিটিইকে নাকি কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে৷ যথাযথ জবাব দিতে পারলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে।আশার সংবাদ, কী বলেন?

সুজন সাহেবের শালার ছেলেদের সঙ্গে কিরকম আচরণ করতে হবে তার একটা গাইডলাইন নিশ্চয়ই তৈরি করে রাখবেন মাননীয় কর্মকর্তারা৷ রেল ভবনের শীতাতপে বসে মাথা না ঘামিয়ে পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিতে পারেন, মন্ত্রীর শালাদের বা শালা-সম্বন্ধীর ছেলেমেয়েদের কী কী আদব-কায়দা দেখাতে হবে? দেখলে কত লম্বা সালাম দিতে হবে, মন্ত্রীর বিশেষ করে মন্ত্রীর স্ত্রীদিগের আত্মীয়ের কাছে টিকিট দেখতে চাওয়া বিশেষ দুর্ব্যবহার হিসেবে বিবেচিত হবে, ইত্যাদি৷

শুনুন, জনাব সুজন, এই ঘটনার একটি ব্যাখ্যা আপনি জাতির কাছে দেবেন৷ আশকথা পাশকথা না, স্পষ্ট করে বলবেন, বিনা টিকিটের ওই তিন যাত্রী আপনার আত্মীয় কিনা? আপনার এরকম আত্মীয় স্বজন আর কয়জন? এইসব আত্মীয়রা কি মাগনাই ট্রেনে চড়বে? এসি কামরাতেই যাতায়াত করবে? টিটিইকে কী শাস্তি দেবেন বলে ভাবছেন?

আর একটা ছোট্ট কৌতূহল, শালার ছেলেদের এসি কামরা থেকে বের করে জরিমানা যে করেছিল, সেই টিটিই বরখাস্ত হওয়ায় শ্বশুরবাড়িতে কি মাছের মুড়ো ডবল পাচ্ছেন, নাকি পাবেন এরকম আশা দিয়ে রেখেছেন তারা?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ