1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিবেদীর অপসারণ

১৯ মার্চ ২০১২

তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী রেল বাজেট নিয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে রেলমন্ত্রী পদে ইস্তফা দেন৷ আগামীকাল নতুন রেলমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুকুল রায়৷ আর আজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী৷

ছবি: Reuters

অবশেষে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী পদে ইস্তফা দেয়ায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মুখরক্ষা হলো৷ মমতা বন্দোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী, আগামীকাল নতুন রেলমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুকুল রায়৷ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস ও তৃণমূলের সংঘাত যেভাবে লাগাতার প্রকাশ্যে আসছে তাতে সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিচ্ছিল৷ রফা হিসেবে আজ সংসদে ঝাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র বিল নিয়ে ভোটাভুটিতে সরকারের বিপক্ষে ভোট না দিয়ে ওয়াকআউট করে তৃণমূল৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ছবি: AP

আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুকুল রায়কে সঙ্গে নিয়ে৷ আলোচনা হয় বিভিন্ন বিতর্কিত ইস্যু নিয়ে৷ তবে আলোচনা ভালো হয়েছে বলে জানান মমতা  বন্দোপাধ্যায়৷ সম্ভবত রেলভাড়ার আংশিক সংশোধন করা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে৷ দিল্লিতে মমতা বন্দোপাধ্যায় বলেন, যা করার করবো৷তবে এমন কিছু করা হবেনা যা আমজনতার স্বার্থবিরোধী, এটাই দলের নীতি৷

প্রধানমন্ত্রী ত্রিবেদীর অপসারণে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, উনি রেল বাজেটে ২০২০ সালের রুপরেখা দিয়েছিলেন৷ সেই কাজ তাঁর উত্তরসুরিকে করতে হবে৷ এটাই হলো জোট রাজনীতির অসুবিধা৷ এর আগে সংসদে দীনেশ ত্রিবেদীর ইস্তফা সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান বিরোধী বিজেপি ও বাম সাংসদরা৷ বলেন, সংসদকে অন্ধকারে রাখা অনুচিত৷

ইস্তফা দেবার পর রেলববনে দীনেশ ত্রিবেদী  দুঃখপ্রকাশ করে বলেন, ভারতে প্রতিপদে বড্ড বেশি রাজনীতি৷ এতো বেশি রাজনীতি নিয়ে দেশ বাঁচতে পারেনা৷ এই সিস্টেমের ওপরে উঠতে না পারলে কোন ভালো কিছু সম্ভব নয়৷

পর্যবেক্ষক মহলের মতে মমতা বন্দোপাধ্যায়ের চটজলতি প্রতিক্রিয়া তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ধরে রাখার জন্য৷ সেখানে অন্য কোনো যুক্তি বিবেচ্য নয়৷ বাস্তবকে অস্বীকার করে প্রশাসন কেবল আবেগতাড়িত হলে চলে না৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ