1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেলস্টেশনে এ দৃশ্য কখনও দেখেছেন?

১৭ মার্চ ২০১৭

নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায় মঙ্গলবার প্রচণ্ড তুষারঝড় বয়ে যায়৷ ফলে বেশিরভাগ জায়গা তুষারাবৃত হয়ে পড়েছিল৷ কোনো কোনো এলাকার রেললাইনের উপর কয়েক ইঞ্চি উঁচু তুষার জমা হয়েছিল৷

New York City Eröffnung von drei neuen U-Bahn-Stationen
ছবি: picture-alliance/AP Photo/C. Ruttle

নিউ ইয়র্কের রাইনক্লিফ স্টেশনের রেললাইনেও একই অবস্থা হয়েছিল৷ তবে ট্রেন চলছিল৷ কিন্তু লাইনে বরফ থাকায় ট্রেন চলার সময় সেগুলো চারপাশে ছিটকে পড়ছিল৷ স্টেশনে থাকা অনেক যাত্রী তাঁদের স্মার্টফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন৷ পরে সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার হলে ভাইরাল হয়ে যায়৷ বিশেষ করে নিক কলভিন নামে একজন একটি ভিডিও ইউটিউবে শেয়ার করলে সেটি এখন পর্যন্ত প্রায় অর্ধকোটিবার দেখা হয়েছে৷

কলভিনের ভিডিওটি টুইটারেও শেয়ার করেছেন অনেকে৷ যেমন টম ফর্নেলি এটি শেয়ার করে লিখেছেন, ‘দেখতে দারুন লাগলো৷'

জেডএইচ/ডিজি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ