1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেহাই পেলেন না পাকিস্তানের ক্রিকেটাররা

৩১ অক্টোবর ২০১০

পাকিস্তানের ক্রিকেটার সলমন বাট ও মহম্মদ আমির তাদের বিরুদ্ধে আনা ‘স্পট ফিক্সিং’এর অভিযোগের বিরুদ্ধে যে আপিল করেছিলেন, সপ্তাহান্তে শুনানির পর আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি তা নাকচ করে দিল৷

পাকিস্তানের ক্রিকেট ক্যাপ্টেন সলমন বাট (মাঝে)ছবি: AP
মহম্মদ আমিরছবি: AP

অনেক আশা করে ছিল পাকিস্তানের ক্রিকেট জগত৷ ‘স্পট ফিক্সিং'এর অভিযোগে জাতীয় ক্রিকেট দলের তিন প্রথম সারির খেলোয়াড়কে সাময়িকভাবে সাসপেন্ড করে রাখায় দলের অবস্থা বিপর্যস্ত৷ সলমন ও আমির ছাড়াও সাসপেন্ড করা হয়েছে মহম্মদ আসিফকেও৷ তিনি অবশ্য আপিল করেও পরে তা প্রত্যাহার করে নেন৷ দুই দিনের শুনানির পর রবিবার আইসিসি'র কর্মকর্তা মাইকেল বেলফ ঘোষণা করলেন, খেলোয়াড়রা নির্দোষ নয়৷ তিনি বলেন, ‘‘একাধিক আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আইসিসি ২রা সেপ্টেম্বর সলমন ও আমিরকে সাসপেন্ড করার পর তারা আপিল করেছিল৷ গোটা বিষয়টি খতিয়ে দেখার পর আমি তাদের আপিল নাকচ করছি এবং তারা এখনো সাসপেন্ডেড অবস্থায় থাকবে৷''

মহম্মদ আসিফছবি: AP

বেলফ আরও জানান, এবার তিন ক্রিকেটারকে আইসিসি'র আচরণবিধি সংক্রান্ত কমিশনের সামনে হাজির হতে হবে৷ তিনি এবিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন৷ বেলফ বলেন, ‘‘তারা কোনো অপরাধ করেছেন কি না, তা দেখা আমার কাজ নয়৷ তারা অপরাধী কি না, কমিশন সবকিছু খতিয়ে দেখে তা স্থির করবে৷ অপরাধী প্রমাণিত হলে আইসিসি'র আচরণবিধি অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে৷''

অতএব পাকিস্তান ক্রিকেট দলের সংকট কবে মিটবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটলো না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ