1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগীর কাছে প্রিয়জনকে নিয়ে আসে রোবট

১৯ সেপ্টেম্বর ২০২০

নাম তার মিত্র, অর্থাৎ বন্ধু৷ বন্ধুর মতোই হাসপাতালের করোনা রোগীদের সার্বক্ষণিক সহায়তায় নিবেদিত আছে সে৷

Coronavirus | Indien Krankenhaus Noida | Pflege-Roboter "Mitra"
ছবি: Adnan Abidi/Reuters

নতুন দিল্লির পাশের ‘যথার্থ সুপার স্পেশালিটি হসপিটাল’ কর্তৃপক্ষ করোনা রোগীদের সহায়তার জন্য নিয়োজিত করেছে রোবট মিত্রকে৷

তার কাজের তালিকাও বেশ লম্বা৷ কোনো মুমূর্ষু রোগী যখন প্রিয়জনকে দেখতে চান, সে ইচ্ছা পূরণ করতে হাজির হয়ে যায় মিত্র৷ কিংবা হাসপাতালের ডাক্তার-নার্সরা যখন রোগীকে দেখতে চান, তখনও ভরসা মিত্র৷   

করোনা রোগীদের সেরে উঠতে অনেক সময় লাগে৷ এ সময়টিতে রোগীরা নিজের পরিবার-পরিজনকে দেখার সুযোগ পান না৷ সার্বক্ষণিক সেবা দিয়ে রবোট মিত্র এ শুণ্যতাটিই পূরণ করছে, বলেন হাসপাতালটির ডাক্তার অরুন লাখানপাল৷

মিত্রর চোখে রয়েছে চেহারা চিহ্নিত করার বিশেষ প্রযুক্তি৷ছবি: Adnan Abidi/Reuters

ইনভেন্টো রবোটিকস নামে বেঙ্গালুরুর ছোট একটি কোম্পানি তৈরি করেছে এই রোবটট৷ ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও আলাপ হয়েছিল তার৷ সেই থেকে অনেকের কাছেই সে ‘মিত্র’ নামে পরিচিত৷

মিত্রর চোখে রয়েছে চেহারা চিহ্নিত করার বিশেষ প্রযুক্তি, যার মাধ্যমে সে রোগী, ডাক্তার কিংবা নার্সদের আলাদা করতে পারে৷

তার বুকে স্থাপন করা আছে একটি  ইলেকট্রনিক ট্যাবলেট৷ এর মাধ্যমে সে রোগীদেরকে তাদের প্রিয়জন, ডাক্তার কিংবা নার্সের সাথে যোগাযোগ করিয়ে দেয়৷ যখন কোনো রোগী প্রিয়জনকে দেখতে চান, মিত্র তখন সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে আর সাথে সাথে ঐ ব্যক্তির ছবি ভেসে ওঠে ট্যাবলেটের স্ক্রিনে৷

হাসপাতালটিতে ভর্তি হওয়া করোনা রোগী মাখনলাল কাজী বলেন, ‘‘আমরা সাধারণত আমাদের স্বাস্থ্যগত বিষয়ের প্রয়োজনীয় যোগাযোগ মিত্রের মাধ্যমেই করে থাকি৷ পরিবারের সাথে যোগাযোগ করতেও সে আমাদের সাহায্য করে৷’’

আরআর/এসিবি (রয়টার্স)

এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ