1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোগে কাতর, অক্ষমতায় বিব্রত পেলে

১১ ফেব্রুয়ারি ২০২০

বয়স ৭৯ বছর৷ এ বয়সেও দিব্যি ঘুরে বেড়ান অনেকে৷ কিন্তু ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি ফুটবলার পেলে হাঁটতেই পারেন না৷ এ অক্ষমতা এতটাই বিব্রত করেছে যে, ঘরের বাইরেই যেতে চান না তিনি৷

Brasilien Pele soll unter Depressionen leiden
ছবি: AFP/N. Almeida

ব্রাজিলের খেলাধুলা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল গ্লোবো এসপোর্টে কথা বলেছে এডসন আরান্তেস ডো নাসিমেন্তো পেলের ছেলে এডিনিও-র সঙ্গে৷সেখানে এডিনিও বলেছেন, ‘‘তিনি (পেলে) বিব্রত, তাই বাইরে বেরোতেই চান না, চান না তাকে কেউ দেখুক৷ ঘর থেকে বেরোতে হবে এমন কোনো কাজও করতে চান না তিনি৷''

২১ বছরের ক্যারিয়ারে এক হাজার ৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে৷ এর মধ্যে দেশের হয়ে ৯১টি ম্যাচ খেলে করেছেন ৭৭ গোল, জিতিয়েছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ৷  

১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানান৷ ওই বছরই আসে অসুস্থতার খবর৷ ব্রাজিলের গণমাধ্যম জানায়, জটিলতা দেখা দেয়ায় একটি কিডনি অপসারন করিয়েছেন অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলে৷ ২০১২ সালে নিতম্বে অস্ত্রোপচার হয়৷২০১৫ সালে প্রোস্টেটেও অস্ত্রোপচার হয় তার৷ ২০১৮ সালে মস্কোয় বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে হুইল চেয়ারে দেখা যায় তাকে৷

সোমবার গ্লোবো এসপোর্টে-কে এডিনিও জানান, নিজে হাঁটতে পারেন না বলে এখন ঘর থেকেই বের হতে চান না পেলে৷ এডিনিও বলেছেন, ‘‘ভাবুন, তিনি ছিলেন রাজা, ছিলেন অন্যরকম এক ব্যক্তিত্ব৷ সেই তিনি এখন হাঁটতে পারছেন না৷এ অবস্থা নিয়ে তিনি খুব বিব্রত৷ ''

তিনটি বিয়ে করেছেন পেলে৷  প্রথম স্ত্রী-র সন্তান এডিনিও৷

রেকর্ড পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল৷প্রথম তিন সাফল্যে খুব গুরুত্বপূর্ণ  ভূমিকা রেখেছেন পেলে৷  পেলের শেষ,  অর্থাৎ, ১৯৭০ বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি হবে আগামী জুনে৷

এসিবি/ কেএম (ডিপিএ, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ