গোটা বিশ্বের মুসলমানদের রমজান মাসে ঘরে নামাজ পড়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ৷ করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে এই অনুরোধ করা হয়েছে৷
বিজ্ঞাপন
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস৷ এই মাসে সাধারণত মুসলমানদের মধ্যে ধর্মচর্চা বেড়ে যায়৷ অনেকেই এই মাসে রোজা রাখার পাশাপাশি মসজিদে একসঙ্গে তারাবির নামাজ পড়েন৷ তবে, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনেক দেশ মসজিদে নামাজ পড়া আপাতত বন্ধ রেখেছে৷
সৌদি সিনিয়র স্কলারস’ কাউন্সিল রোববার জানিয়েছে যে, তারাবিসহ অন্যান্য নামাজ মুসলমানরা ঘরেই পড়তে পারে যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ সেই পরামর্শ দিয়ে থাকে৷
খেজুর কেন খাবেন?
খেজুর সকলেই চিনি এবং পছন্দও করি৷ তবে এতে যে শরীরের জন্য প্রয়োজনীয় কত উপাদান রয়েছে, তা হয়ত আপনাদের জানা নেই৷ খেজুরের এতসব গুণের কারণে জার্মানদেরও এই মিষ্টি ও রসালো ফল খাওয়ায় আগ্রহ দিনদিন বাড়ছে৷
ছবি: imago/imagebroker
খেজুরের গুণাগুণ
রোজার সময় খেজুর ছাড়া ইফতার করার কথা যেন ভাবাই যায় না৷ খেজুর খেতে মিষ্টি এবং এতে রয়েছে প্রচুর ক্যালোরি এ কথা ঠিক৷ তবে এতে রয়েছে প্রচুর খাদ্যগুণ, যেমন ভিটামিন ‘বি’, ‘সি’ আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হৃদপিণ্ড এবং রক্তচাপের জন্য খুবই উপকারী৷ আরো রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড৷ তাছাড়াও ট্রিপটোফেন-মেলাটনিন হরমোন যা, ভালো ঘুম হতে সহায়তা করে৷
ছবি: Imago/Photocase
খেজুরের দেশ
পারস্য উপসাগর খেজুরের আদিবাস, তবে উত্তর আফ্রিকা, পাকিস্তান, মিশর, ইরান এবং সৌদি আরবেই প্রচুর খেজুর জন্মায়৷ তবে জার্মানিতে গুণমান সম্পন্ন বেশিরভাগ খেজুর আমদানী করা হয় টিউনেশিয়া থেকে৷
ছবি: Jan Smith / CC BY 2.0
খেজুর মুহূর্তেই শরীরে শক্তি দেয়
শুকনো খেজুরের ওজনের শতকরা ৮০ ভাগই চিনি এবং সে কারণেই সরাসরি রক্তে চলে যায়৷ আর সে কারণেই শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে৷
ছবি: Colourbox/kuzmafoto
ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে
বিশেষজ্ঞের মতে, খেজুরে থাকা উচ্চ মাত্রার ভিটামিন ‘বি’ নার্ভকে শান্ত করে রক্তচাপ কমাতে সহায়তা করে৷
ছবি: picture-alliance/dpa/I. Pekkarinen
খেজুর মনকে আনন্দিত করে
খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যা সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ৷ এছাড়া এই মিষ্টি ফল মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দেয়, খুশি রাখে৷
স্ট্রেস ও নার্ভাসনেসের কারণে মাথা ব্যথা হলে তা সহজেই দূর করতে পারে খেজুর৷ খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও প্রচুর পরিমাণে ভিটামিন, যা স্ট্রেস দূর করতে সহায়ক৷
ছবি: Colourbox
হাড় শক্ত করতে খেজুর
ভিটামিন ‘কে’-তে ভরপুর খেজুর৷ হাড়কে মজবুত রাখতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন ‘কে’৷
ছবি: picture-alliance/dpa/F. Kästle
কোষ্ঠকাঠিন্য দূর করতে খেজুর
মানসিক চাপ, রাগ বা অন্য অনেক কারণেই হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়৷ আবার এর সঙ্গে পেট ব্যথাও হয়ে থাকে অনেক সময়৷ এরকম পরস্থিতিতে শুকনো খেজুর খেলে খুব সহজে পেট পরিষ্কার হতে পারে৷ তবে সাথে প্রচুর পানি পান করতে হবে৷ একমাত্র তবেই সঠিক ফল পাওয়া সম্ভব৷
ছবি: picture-alliance/dpa/D. Karmann
খেজুর যেভাবে রাখবেন
তাজা খেজুর সরাসরি ফ্রিজে রাখা ভালো এবং কয়েকদিনের মধ্যেই তা খেয়ে ফেলা উচিত৷ তবে শুকনো খেজুর বা খোরমা কিছুদিন রেখে খাওয়া যায়৷ তবে লক্ষ্য রাখতে হবে তাতে যেন পোকা বা ফাঙ্গাস না হয়৷ এরকমটা হলে খেজুর সাথে সাথেই ফেলে দেওয়া উচিত৷
ছবি: Foodsharing
সাবধান!
যাঁদের মাইগ্রেন বা প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা রয়েছে, তাঁদের খেজুর না খাওয়াই ভালো৷ কারণ ছোট মিষ্টি খেজুরে‘টিরামিন’ বলে যে পদার্থটি রয়েছে, তা মাথা ব্যথা আরো বাড়িয়ে দিতে পারে৷ তাছাড়া আর যাঁরা ডিপ্রেশনে ভুগছেন, তাঁদের জন্যও খেজুর খাওয়া ঠিক নয়৷ এক্ষেত্রে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷
ছবি: Colourbox/Wodicka
10 ছবি1 | 10
‘‘মুসলমানদের গণজমায়েত পরিহার করা উচিত, কেননা, বিভিন্ন গবেষণায় গণজমায়েতকে করোনা সংক্রমণের মূল উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে,’’ কাউন্সিল জানিয়েছে৷
প্রসঙ্গত, রমজানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খাওয়া, পান করা এবং ধূমপান থেকে বিরত থেকে রোজা রাখেন অনেক মুসলমান৷ এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মসজিদে একসঙ্গে ইফতার করারও রেওয়াজ রয়েছে৷ তবে সৌদি কাউন্সিলের তরফ থেকে এবার রমজানের সময় একসঙ্গে খাওয়াদাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে৷ কাউন্সিল সবাইকে এটাও মনে করিয়ে দিয়েছে যে, ইসলামে জীবন বাঁচানোর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে৷ ফলে, করোনা মহামারির এই সময়ে নিরাপদ থাকা জরুরি৷
উল্লেখ্য, ইসলামের জন্মস্থান সৌদি আরবে মসজিদে নামাজ পড়া এবং মক্কা ও মদিনায় ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ দেশটিতে রবিবার অবধি করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৯৭ জন৷ দেশটিতে সরকারি হিসেবে করোনা আক্রান্তের বর্তমান সংখ্যা ৯,৩৬২, যা আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷
এআই/এসিবি (ডিপিএ)
১০ এপ্রিলের ছবিঘরটি দেখুন...
মসজিদ এখন যেমন
করোনা প্রতিরোধে মসজিদ, মন্দিরসহ সব উপাসনালয়ে প্রার্থনা নিষিদ্ধ করার পর বদলে গেছে বাংলাদেশের চিত্র৷ মসজিদে আজান হয় ঠিকই, কিন্তু নেই মুসল্লি৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
দরজায় তালা
ঢাকার অধিকাংশ মসজিদের দরজায় এখন তালা ঝুলছে৷ করোনা প্রতিরোধে গত সোমবার মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে প্রার্থনার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার৷ তবে নিয়মিত আজান দেয়া হচ্ছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
নোটিশ
অনেক মসজিদের দরজায় সরকারি নির্দেশনাটি টাঙিয়ে রাখা হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কিছু ওজুখানাও বন্ধ
করোনা আতঙ্কে মসজিদের কিছু ওজুখানাও বন্ধ করে দেয়া হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পাঁচজনও নেই
সরকারি নির্দেশনায় প্রতি ওয়াক্তের নামাজে ইমাম, মুয়াজ্জিন আর খাদেমসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবে বলে জানানো হয়৷ তবে মঙ্গলবার রাতে শুক্রাবাদের একটি মসজিদে এশার নামাজের সময় তোলা এই ছবিতে মাত্র দুজনকে দেখা যাচ্ছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
সতর্ক ব্যবস্থা
বুধবার ধানমন্ডির এক মসজিদে জোহরের নামাজের সময় এই ছবিটি তোলা৷ দরজা দিয়ে শুধু ইমাম আর মুয়াজ্জিনকে ঢুকতে দেয়া হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কাকরাইল মসজিদ
তাবলিগ জামাতের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ৷ সরকারি নির্দেশনার পর এই মসজিদের দরজাও এখন বন্ধ৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
পুলিশি প্রহরা
সরকারি নির্দেশনা বাস্তবায়ন যেন সম্ভব হয় তাই কাকরাইল মসজিদের গেটে পুলিশ পাহারা বসানো হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
তবে আছেন বিদেশিরা
বিদেশ থেকে আসা তাবলিগের প্রায় ৫০০ সদস্য এখনো বাংলাদেশের বিভিন্ন মসজিদে কোয়ারান্টিনে আছেন৷ তাদের বড় একটি অংশ আছেন কাকরাইল মসজিদে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
অন্যরকম শবে বরাত
বৃহস্পতিবার শবে বরাতের রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে কোনো মুসল্লিকে দেখা যায়নি৷
তবে আরো দু-একজন মুসল্লিও ছিলেন৷ তারা আলাদাভাবে নামাজ আদায় করেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
জুমার নামাজ
বায়তুল মোকাররমে আগে থেকে পুলিশ মোতায়েন করা হয় যেন জুমার নামাজে ভিড় না হয়৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন
জুমার নামাজে সর্বোচ্চ ১০ জনের নামাজ পড়ার অনুমতি আছে৷ সেই নিয়মও মানা হয়েছে৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
আলাদা নামাজ
মসজিদে ঢোকার মুখে এত জুতা, স্যান্ডেল বলে দিচ্ছে ভেতরে নিয়মের চেয়ে বেশি লোক ঢুকেছে৷ তবে মসজিদে ঢুকে দেখা যায় তাঁরা নিরাপদ দূরত্বে থেকে আলাদা হয়ে নামাজ পড়ছেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
মসজিদের বাইরে নামাজ
কেউ কেউ মসজিদের বাইরে দেয়ালের পাশে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
কান্না
মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজের সময় কেঁদে ফেলেন এই তরুণ৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
বাসায় নামাজ
সরকারে আহবান মেনে মুসল্লিরা এখন বাসায় একাকি বা পরিবারকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করছেন৷
ছবি: DW/H. Ur Rashid Swapan
গত সপ্তাহের চিত্র
এই ছবিটি গত সপ্তাহের৷ জুমার নামাজের সময় মসজিদ ছাড়িয়ে রাস্তায়ও নামাজ আদায় করেছিলেন মুসল্লিরা৷