1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৪ ব্যক্তি গ্রেপ্তার

১৩ মে ২০১৯

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পবিত্র রমজান মাসে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী৷ আটককৃতদের মধ্যে দুই রোহিঙ্গাও রয়েছেন৷

Syrien Angriff auf IS Stellungen in Baghouz
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/G. Cacace

মালয়েশিয়ার পুলিশ সোমবার দেশটির এক নাগরিকসহ দুই রোহিঙ্গা এবং এক ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে৷ আটককৃতরা রোজার সময় কুয়ালালামপুর এবং আশেপাশের এলাকায় অনেক মানুষকে হত্যা ও  সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে দাবি পুলিশের৷

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করেছিল৷

গ্রেপ্তারকৃতদের ‘‘ওল্ফ প্যাক'' আখ্যা দিয়ে দেশটির পুলিশ প্রধান আব্দুল হামিদ বাদর গণমাধ্যমকে বলেছেন, ‘‘প্যাকটির সদস্যরা রমজানের প্রথম সপ্তাহে এক বড় হামলার পরিকল্পনা করেছিল৷ গত নভেম্বরে এক হিন্দু মন্দিরে জাতিগত দাঙ্গার সময় এক মুসলমান দমকলকর্মীকে পিটিয়ে মারার ঘটনার প্রতিশোধ নিতে এমন হামলা চালাতে চাচ্ছিলো তারা৷''

বর্ণবাদী মন্তব্য করে হিন্দু নেতারা সেই দাঙ্গা ঘটিয়েছিল বলে মনে করেন কিছু মালয় মুসলমান৷ এ নিয়ে সেদেশে মুসলমানদের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়েছিল৷ এক সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ বাদর বলেন, ‘‘ইসলামকে অপমান করেছেন এবং ধর্মটির গুরুত্ব রক্ষায় ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিত্বদের হত্যারও পরিকল্পা করেছিল গ্রেপ্তারকৃত চক্রটি৷''

গ্রেপ্তারকৃতদের একজন মিয়ানমার থেকে আগত বিশ বছর বয়সি এক রেস্তোরাঁ কর্মী৷ তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় বিদ্রোহী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার)-র সদস্য বলেও জানিয়েছেন আব্দুল হামিদ বাদর৷

উল্লেখ্য, মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গারা প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে৷ মালয়েশিয়ায় জাতিসংঘের কাছে নিবন্ধিত নব্বই হাজারের মতো রোহিঙ্গা বসবাস করছে৷ তবে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার হিসেবে দেশটিতে দু' লাখের মতো রোহিঙ্গা বাস করছেন৷

এআই/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ