1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় নিতে চান ক্লোজে

৬ মার্চ ২০১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখনো রোনাল্ডোর দখলে৷ সুযোগ পেলে রেকর্ডটা নিজের করে নিতে চান মিরোস্লাভ ক্লোজে৷ তার আগে ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবতে রাজি নন জার্মানির এই ফরোয়ার্ড৷

DFB Nationalmanschaft Klose
ছবি: DFB

বিশ্বকাপ শুরুর আগে অনেকবারই ঘুরেফিরে আলোচনায় আসবে রোনাল্ডোর নাম৷ ব্রাজিলেই হবে বিশ্বকাপ, ফুটবলের সর্বোচ্চ আয়োজনে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলেরই কিংবদন্তি রোনাল্ডোর – তাঁর নাম আলোচনায় না এসে পারে! বিশ্বকাপের তিন আসরে সব মিলিয়ে ১৫টি গোল করেছেন রোনাল্ডো৷ তাঁর খুব কাছাকাছি আছেন ক্লোজে৷ তিনি করেছেন ১৪টি গোল৷ বয়স ৩৫, চোটের আঘাতে আঘাতে শরীর প্রায় জর্জরিত, এ অবস্থায় ব্রাজিলে জার্মানির হয়ে খেলার সুযোগ কি পাবেন বায়ার্ন মিউনিখের এই সাবেক তারকা? সুযোগ পেলে রেকর্ডটাও কি ভাঙতে পারবেন?

বাছাই পর্বে চারটি গোল করে জার্মানিকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট এনে দেয়ায় ভালো ভূমিকা রেখেছেন ক্লোজে৷ দেশের হয়ে খেলতে নামলে সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বলে গের্ড ম্যুলারের ৬৮ গোলের রেকর্ড ছোঁয়া সারা৷ আসন্ন বিশ্বকাপে তাঁর লক্ষ্য রোনাল্ডোকে ছাড়িয়ে যাওয়া৷ বিশ্বকাপের আগে যদি না পারেন, তাহলে ব্রাজিলে এক গোল করলেই ম্যুলারকে ছাড়িয়ে ক্লোজে হয়ে যাবেন আন্তর্জাতিক ফুটবলে জার্মানির সফলতম স্ট্রাইকার৷ দু’গোল করলে বিশ্বকাপের গোলদাতাদের তালিকায় রোনাল্ডোরও ওপরে লেখা হবে তাঁর নাম৷ বয়স এবং চোটের সঙ্গে সংগ্রামরত ক্লোজে তাই রেকর্ড ভাঙার স্বপ্নে বিভোর৷

জার্মানির দৈনিক স্যুডডয়চে সাইটুং-কে সে কথাই জানিয়েছেন ক্লোজে৷ গত সেপ্টেম্বরে পা এবং নভেম্বরে কাঁধের অস্ত্রোপচারের পর মাঠে এখনো নিজের ছন্দ খুঁজে পাননি৷ ইটালির লাৎসিওর সঙ্গে আগামী জুনেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা৷ তারপর ইটালি ছেড়ে যুক্তরাষ্ট্র কিংবা আরব আমীরাতে খেলতে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে ক্লোজে বলেছেন, ‘‘ব্রাজিল বিশ্বকাপটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে৷'' নিজের চতুর্থ বিশ্বকাপে রোনাল্ডোর রেকর্ডটা ভেঙে দেয়ার ইচ্ছের কথা জানাতেও কোনো দ্বিধা করেননি৷ ক্লোজে বলেছেন, ‘‘(রেকর্ড ভাঙ্গার) বিষয়টিতে আমার আগ্রহ নেই তা বলা একেবারেই ঠিক হবে না৷ আমি তো উন্মুখ হয়ে আছি৷ তবে আমার কাছে সবসময় দলের স্বার্থই সবার আগে৷ ''

দলের স্বার্থে কোচ ইওয়াখিম ল্যোভ চাইলে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে ক্লোজেকে৷ আগামী ১৬ জুন গ্রুপ ‘বি'-তে পর্তুগালের বিপক্ষে চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে জার্মানি৷

এসিবি/এসি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ