1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যারেথ বেল

২ আগস্ট ২০১৩

খবরটা সত্যি হলে রেয়াল মাদ্রিদে রোনাল্ডোর পাশেই দেখা যাবে তাঁকে৷ তবে মাঠে পাশাপাশি থাকলেও গ্যারেথ বেল এক জায়গায় ছাড়িয়েও যেতে পারেন রোনাল্ডোকে৷ তাঁকে নাকি এবার রেকর্ড অঙ্কের টাকায় দলে ভেড়াচ্ছে রেয়াল!

Tottenham Hotspur's Welsh midfielder Gareth Bale controls the ball during the English Premier League football match between Tottenham Hotspur and Sunderland at White Hart Lane in north London on May 19, 2013. Tottenham missed out on Champions League qualification to Arsenal despite Gareth Bale's 90th-minute winning goal. AFP PHOTO / IAN KINGTON RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or “live” services. Online in-match use limited to 45 images, no video emulation. No use in betting, games or single club/league/player publications (Photo credit should read IAN KINGTON/AFP/Getty Images)
ছবি: Ian Kington/AFP/Getty Images

টটেনহাম হটস্পারের উইঙ্গার গ্যারেথ বেলকে পেতে চায় রেয়াল মাদ্রিদ – এমন একটা খবর বাতাসে উড়ছে বেশ কিছুদিন ধরে৷ অবশেষে জানা গেছে গত মৌসুমে খেলোয়াড়দের ভোটে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা হওয়া বেলকে নিতে ট্রান্সফার ফি-র বিশ্বরেকর্ডও ভাঙতে চলেছে স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাবটি৷ ট্রান্সফার ফি-র বর্তমান রেকর্ড ৯৬ মিলিয়ন ইউরোর৷ ২০০৯ সালে এমন অবিশ্বাস্য এক অঙ্কের বিনিময়েই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দলে নিয়েছিল রেয়াল৷ ওয়েলসের খেলোয়াড় বেলকে পেতে নাকি তারা এখন টটেনহাম হটস্পারের সঙ্গে ১২০ মিলিয়ন ইউরোর চুক্তিতে যেতেও রাজি!

টটেনহাম হটস্পারের উইঙ্গার গ্যারেথ বেলছবি: Reuters

রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ-এ সময়ে এই ক্লাবগুলোতে খেলার সুযোগ পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্ন পূরণের মতো৷ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ গোল করা বেলও নিশ্চয়ই এমন সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে খুশি৷ তাঁর বক্তব্য এখনো জানা যায়নি৷ কথা হচ্ছে দুই ক্লাবের কর্মকর্তাদের পর্যায়ে৷ টটেনহাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি জানিয়েছেন দলের অপরিহার্য খেলোয়াড় বেলকে বিক্রি করতে তাঁর ক্লাব রাজি৷ টাকার অঙ্ক নিয়ে তিনি কিছু বলেননি৷ রেয়ালের তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে তরুণ এক খেলোয়াড়কে ইংল্যান্ড থেকে স্পেনে নিয়ে যাওয়ার চেষ্টা শুরুর খবর৷ রেয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ‘‘সমাধানের একটা উপায় বের করার জন্য আলোচনা চলছে৷ আমার মনে হয় কী হলো শিগগিরই তা জানা যাবে৷''

এসিবি / ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ