1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডোর মুখোমুখি জার্মানি

১৬ জুন ২০১৪

মেসি, রোনাল্ডো, নেইমার – এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় তিন তারকা৷ নেইমারকে দিয়েই শুরু হয়েছিল আসর৷ সোমবার ফিফা বর্ষসেরা ফুটবলার রোনাল্ডোও নামছেন জার্মানির বিপক্ষে৷ সবার নজর এখন সেই ম্যাচের দিকে৷

ব্রাজিলে অনুশীলনে জার্মান দলছবি: P.Stollarz/AFP/GettyImages

কে জিতবে? কাগজে-কলমে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিই ‘ফেবারিট'৷ তাছাড়া প্রথম পর্বে পর্তুগালের লেজে-গোবরে করার দুর্নামও আছে৷ তবে কাগুজে হিসেব বা অতীত ইতিহাস একজনই পারেন উল্টে দিতে – ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ হ্যাঁ, বরাবরের মতো এ ম্যাচেও তাঁর দিকেই তাকিয়ে আছে পর্তুগাল সমর্থকরা৷ রোনাল্ডোর কিছু ক্যারামতি নিমেষেই জার্মানদের বিশ্বকাপ জয়ের স্বপ্নযাত্রাকে দুঃস্বপ্ন করে দিতে পারে৷

১৯৫৪, ১৯৭৮ আর ১৯৯০ – সেই কবে বিশ্বকাপ ট্রফি জয়ের প্রথম, দ্বিতীয় আর সর্বশেষ স্বাদ পেয়েছিল জার্মানি! ভাবতে অবাক লাগে, এমন ফুটবল ঐতিহ্যের একটি দেশ কিনা দুই যুগ ধরে আরেকটি সাফল্যের অপেক্ষায়! এ সময়ে মাত্র একবারই ফাইনালে উঠেছিল৷ তা-ও, এক যুগ আগে, ২০০২ সালে৷ সেবার ফাইনালে ব্রাজিলের কাছে হারের দুস্মৃতি ব্রাজিলেই ভুলতে চায় জার্মানি৷ সালভাদরে গ্রুপ ‘জি'-র এ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়৷ সমর্থকদের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে৷ কে জিতবে? রোনাল্ডো, পেপে, উইলিয়াম কারভালিউ পর্তুগাল? নাকি ফিলিপ লাম, মেসুত ও্যজিল, মারিও গ্যোটৎসেদের দল জার্মানি?

২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপ আর ২০০৮ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ – ফুটবলের সর্বশেষ বড় চার আসরের সবগুলোতেই সেমিফাইনালে উঠেছে জার্মানি৷ কোচ ইওয়াখিম ল্যোভের লক্ষ্য নিশ্চয়ই এবার ফাইনালে উঠে ট্রফি জিতে দেশে ফেরা৷ পর্তুগালের বিপক্ষে একটা জয়ে সেই লক্ষ্য পূরণের পথে পুরো দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে৷

দিনের আরেক ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে ইরান৷ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই তাদের প্রথম সাক্ষাৎ৷ ‘এফ' গ্রুপের বাকি দুই দল আর্জেন্টিনা এবং বসনিয়া-হ্যারৎসেগোভিনা৷ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলা প্রায় অসম্ভব৷ তাই বাকি তিন দলের লক্ষ্য মূলত রানার্সআপ হয়ে পরের পর্বে ওঠা৷ নাইজেরিয়া-ইরান ম্যাচের জয়ী দলের জন্য সেই কাজ অনেকটা সহজ হয়ে যাবে৷

এসিবি/ডিজি (ফিফাডটকম, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ