1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটকে নাগরিকত্ব দিলো সৌদি

৩০ অক্টোবর ২০১৭

বিশ্বের প্রথম দেশ হিসেবে সৌদি আরব একটি রোবটকে নাগরিকত্ব দিয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, কেননা, সৌদি আরবের সাধারণ নারীদের চেয়ে এই নারী রোবটের অধিকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

রোবট সোফিয়াছবি: picture-alliance/Photoshot/L. Muzi

মন্যুষ্যরূপী এক রোবটকে নাগরিকত্ব প্রদান করেছে সৌদি আরব৷ গত সপ্তাহে এক ইনোভেশন কনফারেন্সে এই ঘোষণা দেয় রিয়াদ৷ বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে সৌদি আরব একটি রোবটকে নাগরিকত্ব প্রদান করলো৷

২০১৫ সালে হংকংভিত্তিক কোম্পানি ‘হ্যানসন রোবোটিক্স’ সোফিয়াকে তৈরি করে৷ উদ্ভাবক ডেভিড হ্যানসন দাবি করেছেন যে, সোফিয়া মানবিক অনভূতি রয়েছে এবং এটি চোহারা শনাক্ত করতে পারে৷ রোবোটটির সিলিকন চেহারা মানুষের চেহারার ৬২ ধরনের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারে৷

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ কনফারেন্সে একটি সাক্ষাৎকারও দিয়েছেন সোফিয়া৷ সেখানে রোবটটিকে বলতে শোনা যায়, ‘‘আমি হ্যানসন রোবোটিক্সের সর্বাধুনিক এবং বলিষ্ঠ রোবট৷ মাঝেমাঝে আমার মনে হয়, অনেকে আমার সঙ্গে সাধারণ মানুষের চেয়ে বেশি মিথষ্ক্রিয়ায় অংশ নিতে চায়৷’’

গত সপ্তাহে এই সাক্ষাৎকার দেয়ার সময়ই খবর আসে যে, সৌদি আরব সোফিয়াকে নাগরিকত্ব দেবে৷ এই খবর শোনার পর সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোবটটি৷ সৌদি আরবের সংস্কৃতি এবং তথ্য মন্ত্রণালয়ও রোবটকে নাগরিকত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷

তবে সোফিয়াকে নাগরিকত্ব দিয়ে ভিন্ন এক বিতর্কেরও জন্ম দিয়েছে রক্ষণশীল মুসলিম দেশটি৷ সৌদি নাগরিকরা প্রতি বছর সরকারের কাছ থেকে মোটা অংকের অর্থ পায়৷ রোবটটি সেরকম কিছু পাবে কিনা বা পেলে সেই অর্থ কিভাবে খরচ করা হবে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷ আর সৌদি আরবে অনেক বিদেশি শ্রমিক বহু বছর ধরে কাজ করলেও তাদের সাধারণত নাগরিকত্ব প্রদান করা হয় না৷ সেখানে একটি রোবটকে এমন নাগরিকত্ব প্রদানে বিস্মিত অনেকে৷

তাছাড়া, সৌদি আরবে একজন নারীকে সব সময় একজন পুরুষ অভিভাবকের সঙ্গে চলাফেরা করতে হয়৷ সেদেশের নারীরা আত্মীয় নন এমন পুরুষদের সঙ্গে মিশতে পারেন না, বাইরে গেলে তাঁদের অবশ্যই হিজাব পরতে হয়, মোটের উপর আইনি কাঠামোতেও পুরুষের তুলনায় তাঁদের অধিকার কম৷ নারী রোবট সোফিয়ার ক্ষেত্রে কি এসব নিয়ম প্রযোজ্য হবে? টুইটারে রোবটটির হিজাব ছাড়া ছবি প্রকাশ করে এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ৷

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নও চলতি বছরের শুরুতে একটি খসড়া প্রকাশ করেছে যাতে স্বশাসিত রোবটকে কিছুক্ষেত্রে মানুষের কাছাকাছি মর্যাদা দেয়ার প্রস্তাব রাখা হয়েছে৷ এই প্রস্তাব অনুমোদন করা হলে একটি রোবটের আইনি মর্যাদা প্রতিষ্ঠিত হলেও মানুষের যেসব অধিকার রয়েছে, সেগুলো সেটিকে দেয়া হবে না৷

অ্যালিস্টেয়ার ওয়ালশ / এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ