1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরোমানিয়া

রোমানিয়ায় তদন্তের আওতায় টিকটক

৬ ডিসেম্বর ২০২৪

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-র আইনপ্রণেতারা টিকটক কর্তৃপক্ষকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন৷

কালিন জর্জেস্কু
রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কু-র অস্বাভাবিক জয়ে বুখারেস্ট মস্কোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে।ছবি: Alexandru Dobre/AP/picture alliance

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কু-র অস্বাভাবিক জয়ে বুখারেস্ট মস্কোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে৷

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) টিকটককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোমানিয়ার নির্বাচন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে৷ সম্ভাব্য যোগসাজশের অভিযোগ তদন্তের স্বার্থেই এই নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে৷

ইইউ-র নির্দেশের পর টিকটক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে৷ ইইউ-র আইন অনুসরণ করেই টিকটক ব্রাসেলসকে সহায়তা করছিল বলে দাবি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির মুখপাত্রের৷

রোমানিয়া যেভাবে সীমান্তে অনিয়মিত অভিবাসী রুখছে

04:29

This browser does not support the video element.

বিবৃত্তিতে টিকটক কর্তৃপক্ষ বলেছে, ‘‘আমাদের বিরুদ্ধে আনা কিছু ভুল রিপোর্ট ও অভিযোগের বিপরীতে সত্য জানার জন্য আমরা অপেক্ষা করছি৷''  চীনের বেসরকারি কোম্পানি বাইট-ড্যান্স-এর মালিকানাধীন ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক৷ রোমানিয়ার নির্বাচনে তাদের হস্তক্ষেপের অভিযোগ তারা অস্বীকার করেছে৷    

নির্বাচনে বিজয়ে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কুর নির্বাচনি প্রচারণার একটি বড় অংশ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ পোস্টার ও টেলিভিশন বিতর্ক এড়িয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিয়েছিলেন প্রচারণার জন্য৷ টিকটকের পাশাপাশি ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওগুলো তার সমর্থন বাড়াতে সহায়তা করেছে৷    

এসএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, এপি)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ