1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোম শহর সম্পর্কে জানতে চান? ট্যাক্সি ড্রাইভারের সহায়তা নিন

মিশায়েল কাডেরাইট/এআই২ জানুয়ারি ২০১৫

রোম শহরে দর্শনীয় বলতে কী আছে? কিংবা কোথায় যাত্রীরা বেশি যেতে পছন্দ করেন? একজন ট্যাক্সি ড্রাইভারের চেয়ে ভালো এটা কে বলতে পারে বলুন৷ চলুন এমনই একজন চালকের চোখে দেখে নেই ইটালির রাজধানী রোম৷

Deutschland Taxifahrer demonstrieren in Hamburg gegen Smartphone Taxi App
ছবি: picture-alliance/dpa

রোমের রাস্তায় কম যানবাহন দেখতে হলে আপনাকে খুব সকালে উঠতে হবে৷ তখন কলোসিয়াম-এর পাশ দিয়ে নির্বিঘ্নে চলা যায়৷ সহজে ঘুরে দেখা যায় সেন্ট পিটার্স ব্যাসিলিকা কিংবা স্প্যানিশ স্টেপস-এর মতো স্থানগুলো৷

এউজেনিয়ো ডেবিয়াসি তাই পর্যটকদের সকাল সকাল ঘুরতে বের হওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ ৫৩ বছর বয়সি এই ট্যাক্সি চালকের কাছে রোম নতুন কিছু নয়৷ এখানকার আট হাজার চালকের একজন তিনি৷ যানজট তাঁর কাছে নিত্যদিনের ব্যাপার৷ তবে সবসময় শান্ত থাকার নীতিতে বিশ্বাসী তিনি৷

এউজেনিয়ো ডেবিয়াসি বলেন, ‘‘আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে অন্য দেশ থেকে আসা যাত্রীদের রোম ঘুরিয়ে দেখানো এবং তাদের কৌতূহল অনুভব করা৷ কারণ এটা আমার শহর৷ আমি এখানে বাস করি৷ ফলে যখন অন্য কেউ এই শহরকে ভালোবাসে তখন আমি গর্ব বোধ করি৷''

শহরের পুরনো কেন্দ্রের কাছে সবসময় নতুন যাত্রী পান এউজেনিয়ো৷ পর্যটকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো এখান থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত৷ এউজেনিয়ো-র কাছে হতাশার ব্যাপার হচ্ছে যাত্রীরা এ সব ভালোভাবে দেখার পর্যাপ্ত সময় পান না৷ তিনি বলেন, ‘‘তারা সবসময় শুধুমাত্র কলোসিয়াম কিংবা সেন্ট পিটার্স স্কয়ারে যেতে চান৷ তারপর এরকম জায়গায় মানে পিয়াৎসা ডেল পপোলো কিংবা ট্রেভি ফাউন্টেন৷''

আর মাঝেমাঝে পছন্দের যায়গায় নির্মাণ কাজ দেখে বিরক্ত হন যাত্রীরা৷ যেমন জটিল পুনরুদ্ধার কাজ চলায় বিখ্যাত ট্রেভি ফাউন্টেন শুকিয়ে আছে৷ স্প্যানিশ স্টেপস-এর কাছেও কাজ চলছে৷ তবে উপর থেকে রোম দেখতে অনেক সুন্দর৷

এউজেনিয়ো-র যাত্রীরা গাড়ির মধ্যে থাকা আইপ্যাড থেকে শহর সম্পর্কে আরো জানতে পারেন৷ এতে তার কোম্পানির তৈরি ট্যাক্সি-অ্যাপ রয়েছে৷ তিনি তাঁর শহর এবং ভ্যাটিকান সম্পর্কে বলতে ভালোবাসেন৷ তবে যাত্রীদের প্রশ্ন শুনে মাঝে মাঝে বিস্মিত হন তিনি৷

এউজেনিয়ো বলেন, ‘‘একবার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চার্চ সেন্ট পিটার্স ব্যাসিলিকার পাশ দিয়ে যাওয়ার সময় এক ইটালীয় নারী যাত্রী জানতে চাইলো, এটা কী? এই প্রশ্ন শোনার পর প্রচণ্ড হাসি পেয়েছিল আমার৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ