1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের ব্লগার

১৮ আগস্ট ২০১২

মিয়ানমারের সাবেক জান্তা সরকারের বিপক্ষে অনলাইনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এক ব্লগার৷ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি৷ অথচ এবার, রোহিঙ্গা ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বিপদে পড়েছেন সেই ব্লগার৷

ছবি: Fotolia/Claudia Paulussen

মিয়ানমারের ব্লগার নে ফোন লাট৷ ২০০৭ সালে মিয়ানমারে ‘জাফরান বিপ্লব'-এর সময় অন্য বিপ্লবীদের সঙ্গে তাঁকে জেলে পুরেছিল সামরিক জান্তা সরকার৷ ধারণা করা হয়, ব্লগিং এবং একইসঙ্গে সামরিক জান্তা সরকারের বিরোধীদের সহায়তার অভিযোগে তাঁকে বন্দি করা হয়েছিল৷

নে ফোন লাট'কে দুই দশক জেলে পুরে রাখার পাকা বন্দোবোস্ত হয়ে গিয়েছিল ২০০৮ সালে৷ সাজাও শুরু হয় তাঁর৷ কিন্তু মিয়ানমারের রাজনীতিতে সম্প্রতি যে পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় জেল থেকে ছাড়া পেলেন এই ব্লগার৷ প্রথমে তাঁর সাজার মেয়াদ কমিয়ে ১২ বছর করা হয়, তারপর গত জানুয়ারিতে সেটি আরো কমানো হয়৷

বর্তমানে মুক্ত জীবনযাপন করছেন নে ফোন লাট৷ ব্লগ লিখছেন আগের মতোই৷ রোহিঙ্গা ইস্যুতে নিরপেক্ষ অবস্থান থেকে লেখালেখি করেছেন তিনি৷ কিন্তু সেদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা নে ফোন লাট'এর এই নিরপেক্ষ অবস্থান মানতে রাজি নন৷ একসময় যারা তাঁর মুক্তির দাবিতে আন্দোলন করেছিল, তারাই এখন তাঁকে ‘কালার' হিসেবে আখ্যা দিচ্ছে৷ মিয়ানমারের মুসলমানদের নেতিবাচকভাবে প্রকাশ করতে এই শব্দটি ব্যবহার করা হয়৷ বার্তাসংস্থা এএফপিকে নে ফোন লাট বলেন, ‘‘আমি এই বিষয়ে নিরপেক্ষ থাকতে চাই কিন্তু ফেসবুক (ব্যবহারকারীরা) আমার এই নিরপেক্ষতার সমালোচনা করছে৷ তারা চায় আমি যাতে রাখাইনদের পক্ষ অবলম্বন করি৷''

নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ'এর গবেষক মাথিউ স্মিথ মনে করেন, মিয়ানমারের সাধারণ নাগরিকদের পক্ষে বাস্তবতার ভিত্তিতে অবস্থান গ্রহণ খুব কঠিন৷ কেননা, সেখানে একটি বিশ্বাস ব্যাপকভাবে চালু রয়েছে যে, সকল রোহিঙ্গা ‘বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী'৷ এমনকি মিয়ানমার সরকারের শীর্ষ পর্যায়ও বিষয়টিকে এভাবেই মূল্যায়ন করে৷ অথচ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী নয়৷ রাখাইন রাজ্যে তাদের অবস্থান দীর্ঘকাল থেকে৷

উল্লেখ্য, রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা এবং বৌদ্ধদের মধ্যকার সাম্প্রতিক জাতিদাঙ্গায় নিহতের আনুষ্ঠানিক সংখ্যা ৮০ জনের মতো৷ তবে মানবাধিকার সংস্থাগুলো মনে করে, হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে৷ এই মাসের শুরুতেও সেখানে নতুন করে শুরু হওয়া দাঙায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে৷

এআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ