1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার নিহত

১০ জুলাই ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রোহিঙ্গা অপরাধী চক্রের মধ্যে 'বন্দুকযুদ্ধে' আরসা কমান্ডার হোসেন মাঝি নিহত হয়েছেন৷

ছবি: Getty Images/P. Bronstein

উখিয়া উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে এ আজ সকালে নিহত হোসেন মাঝি (৪০) আরসার অন্যতম শীর্ষ নেতা ছিলেন৷ কক্সবাজারের ৭ থেকে ৮টি শরণার্থী শিবিরে তার নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ড  পরিচালনা করা হতো বলে জানিয়েছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ৷ 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এই অধিনায়ক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আজ (সোমবার) খুব ভোরে ক্যাম্প ৮-এ বিশেষ অভিযান পরিচালনা করে। এই ক্যাম্পে গত শুক্রবারে ৬ রোহিঙ্গাকে হত্যা করা  হয়েছিল৷'

'অভিযানের সময় জানতে পারে ২০-৩০ জন সদস্য নিয়ে একটি অপরাধী চক্র ক্যাম্প ১৭ থেকে পুলিশ বাহিনীর দিকে আসছে৷' এই খবর পাওয়ার পর এপিবিএন সদস্যরা ক্যাম্প ১৭-এর দিকে আভিযান শুরু করে বলে জানান তিনি৷

অতিরিক্ত ডিআইজি বলেন, 'ভোর ৫টার দিকে ক্যাম্প ১৭ তে উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হলে অপরাধী চক্র পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়৷'

'জবাবে পুলিশ অপরাধীদের দিকে পাল্টা গুলি চালায় এবং বন্দুকযুদ্ধ শুরু হয়, যা সকাল ৭টা পর্যন্ত চলতে থাকে,' বলেন পুলিশ কর্মকর্তা৷ তিনি আরও বলেন, 'বন্দুকযুদ্ধের একপর্যায়ে অপরাধী চক্র পাশের পাহাড়ে চলে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে৷'

সকাল ৭টার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসেন মাঝির মরদেহ উদ্ধার করে বলে জানান৷ এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি৷ 

শুক্রবার সকালে ক্যাম্প ৮-এ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ জন আরসা সদস্য নিহত হন৷

ওই দিন সন্ধ্যায় শিবিরের কাছেই আরেক আরসা সদস্যের ছুরিকাঘাত করা মরদেহ পাওয়া যায়৷

ঘটনার আগের দিন, আরএসও সমর্থক বলে ধারণা করে এক রোহিঙ্গা নেতাকে  (সাব মাঝি) কাছের একটি শিবিরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল৷ আরসা সদস্যরা ওই ঘটনা ঘটিয়েছিল বলে আভিযোগ আছে৷

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে৷ তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পালিয়ে এখানে এসেছিল৷

 এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ