1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা নিয়ে আলোচনা পণ্ড করে দিলো পুলিশ

১১ সেপ্টেম্বর ২০১৮

রোহিঙ্গাদের সঙ্গে মানবতাবিরোধী আচরণের দায়ে মিয়ানমারের সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাদের বিচার হওয়া উচিত কিনা সে বিষয়ে আয়োজিত আলোচনা পণ্ড করে দিয়েছে থাই পুলিশ৷ দেশটিতে অবস্থানরত বিদেশি সাংবাদিকরা এ আলোচনা সভার আয়োজক৷

Geflüchtete Rohingya in Bangladesch
ছবি: Reuters/Z. Bensemra

থাইল্যান্ডের ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব'-এ সোমবার বিকেলে রোহিঙ্গা বিষয়ক আলোচনাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্তু আলোচনা শুরুর আগে ডজনখানেক পুলিশ সেখানে হাজির হয় এবং আলোচকদের রোহিঙ্গা বিষয়ে কোনো কথা না বলার নির্দেশ দেয়৷ অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে ছিলেন যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট তুন কিন, সাবেক থাই কূটনীতিক কোবসাক চুটিকুল এবং আইনজ্ঞদের এক আন্তর্জাতিক কমিশনের প্রতিনিধি কিংসলি অ্যাবট৷

প্রসঙ্গত, গতমাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক বিশেষ প্রতিনিধিদল রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার দায়ে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পরামর্শ দিয়েছে৷ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোসহ যুদ্ধাপরাধের বিভিন্ন অভিযোগও উঠেছে৷

গত আগস্টে রোহিঙ্গা উগ্রপন্থিদের কথিত এক হামলার পর বিদ্রোহ দমনে রাখাইন অঞ্চলে সেনা অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী৷ সেই সময় জীবন বাঁচাতে সাত লাখের মতো রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে আশ্রয় নেন৷ যদিও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েক দশকে একাধিকবার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ সেই দেশের সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি৷ এমনকি রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানেও পরিকল্পিতভাবে কারো অধিকার লঙ্ঘন করা হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী৷

ব্যাংককে রোহিঙ্গা বিষয়ক আলোচনা বন্ধ করে দেয়া প্রসঙ্গে থাই পুলিশ জানিয়েছে, এ ধরনের আলোচনার ফলে দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষতি হওয়ার পাশাপাশি বিদেশ নীতির উপর বিরূপ প্রভাব পড়তে পারে৷ এমনকি তৃতীয় কোনো পক্ষ এটাকে ইস্যু করে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলেও মনে করে থাই পুলিশ৷

উল্লেখ্য, ২০১৪ সালে থাইল্যান্ডের সেনাবাহিনী দেশটির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়ার পর থেকে এ পর্যন্ত ছয়বার ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব'-এ বিভিন্ন আলোচনা সভা পুলিশ পণ্ড করে দিয়েছে৷ দেশটির শাসকরা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের আলোচনা পছন্দ করে না৷

এআই/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ