1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা

১১ সেপ্টেম্বর ২০১২

রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের কক্সবাজারে যাবেন বলে জানা গেছে৷ গতকাল দুপুরে তারা মিয়ানমার থেকে ঢাকা আসেন৷

Rohingya Muslim men, fleeing from ethnic violence in Myanmar between Buddhists and minority Rohingya Muslims, are kept under guard after they are brought by Bagladeshi border guards to a boat jetty at Shahporir Dwip in Taknaf, Bangladesh, Monday, June 18, 2012. After a couple of days of quiet 128 Rohingya Muslim men were intercepted while crossing the Naf river to Bangladesh, Sunday and Monday. (Foto: Saurabh Das/AP/dapd)
ছবি: AP

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ৪ সদস্যের এই প্রতিনিধিদলটি মিয়ানমার সফর শেষে গতকাল দুপুরে ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা৷ এর পর তারা বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে৷ তবে বৈঠকের পর তারা সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি৷ শুধু বলেছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে৷

জানা গেছে, আজ মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারে যাবেন৷ তাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাও যাবেন বলে জানা গেছে৷ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজার এলাকাই অবস্থান করছেন৷ সেখানে ২টি শরণার্থী ক্যাম্পে প্রায় ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী আছেন৷ তবে ওই এলাকায় ক্যাম্পের বাইরে কয়েক লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর বসবাস৷ রামরু'র প্রধান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ডয়চে ভেলেকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফর ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক সম্প্রদায় ভালভাবে নেয়নি৷ তিনি মনে করেন, গত জুনে মিয়ানমারে জাতিগত দাঙ্গায় বিপর্যস্ত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়া উচিত ছিল৷ তারপর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা যেত৷

রোহিঙ্গাদের তাড়ানোর পক্ষে মিয়ানমারের বুদ্ধ ভিক্ষুদের মিছিলছবি: dapd

ড. তাসনিম সিদ্দিকী মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে হয়তো বাংলাদেশ সরকারের মনোভাবের পরিবর্তন হতে পারে৷ কিন্তু এজন্য দেশের সুশীল সমাজকেও সক্রিয় করতে হবে৷

৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলে আছেন মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ওয়াই ইয়ান, এলিসা আইরেস, কেলি ক্লেমেন্ট এবং ড্যানিয়েল বায়ের৷ কাল তারা ঢাকায় প্রেস ব্রিফিং করতে পারেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ