1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়ালের অনেক টাকা

৯ সেপ্টেম্বর ২০১৩

নতুন নতুন রেকর্ডের পাশে নাম লেখাচ্ছে রেয়াল মাদ্রিদ৷ কয়েকদিন আগে ট্রান্সফার ফি-র বিশ্বরেকর্ড গড়ে দলে ভিড়িয়েছে গ্যারেথ বেলকে৷ এবার স্পেনের ক্লাবটি দিয়েছে রেকর্ড আয়ের খবর৷ গত দশ বছরে ট্রফি জয়ে কিন্তু এত সাফল্য নেই তাদের৷

ছবি: Reuters

বরং মাদ্রিদের ক্লাবটিতে গিয়ে কেউ যদি ট্রফি থরে থরে সাজিয়ে রাখা শো-কেসের দিকে তাকান তাহলে গত ১০ বছরের ‘সামান্য' প্রাপ্তি দেখে মন খারাপ হবেই৷ ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাত্র ৯টি ট্রফি জিতেছে বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি৷ এমনিতে অন্য কোনো দল হলে, ৯টি ট্রফিকেই ‘অনেক' ভাবা যেতো৷ কিন্তু কথা হচ্ছে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে৷ যেখানে বার্সেলোনা গত দশ বছরে জিতেছে ২১টি শিরোপা, সেখানে রেয়ালের অর্জন মাত্র ৯টি৷ কম নয়, বলুন!

ক্লাবের ওয়েবসাইটে অবশ্য মাঠের সাফল্যের নতুন কোনো খতিয়ান দেয়া হয়নি৷ দেয়া হয়েছে ২০১২-১৩ মৌসুমে রেকর্ড আয় এবং লাভের খবর৷ গত মৌসুমে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে মোট আয় গিয়ে ঠেকেছে ৫২০ দশমিক ৯ মিলিয়ন ডলারে৷ রেকর্ড শতকরা ৩৬ দশমিক ৯ মিলিয়ন ইউরো লাভ হয়েছে তাদের৷ তবে অনেক আগে থেকেই ট্রান্সফার ফি-র রেকর্ড গড়ে গড়ে খেলোয়াড় দলে ভেড়ানো ক্লাবটির ব্যয়ও অনেক৷ তাই ঋণও প্রচুর৷ ২০১২-১৩ মৌসুমে ঋণের বোঝা একটু কমেছে – এই টুকুই সান্ত্বনা৷ গত মৌসুমে ২৭ দশমিক ৪ শতাংশ কমায় এ মুহূর্তে রেয়ালের ঋণের পরিমাণ ৯০ দশমিক ৬ মিলিয়ন ইউরো৷

সবচেয়ে বেশি আয়ের হিসেবে রেয়ালের ঠিক পরেই আছে বার্সেলোনা৷ ২০১২-১৩ মৌসুমে তাদের মোট আয় হয়েছে ৪৮৩ মিলিয়ন ইউরো৷ ৩৯৬ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড৷

এসিবি/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ