1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুধবারই ফাইনাল

৯ এপ্রিল ২০১২

প্রায় চার সপ্তাহ আগেই বলতে গেলে ঠিক হয়ে গিয়েছিল স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জয়ের ভাগ্য৷ কারণ সাবেক সেরা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল রেয়াল মাদ্রিদ৷ কিন্তু আবারো যেন চাকা ঘুরে গেছে৷

ছবি: AP

তাই এবার বুধবারের খেলার দিকে দৃষ্টি সবার৷ আসলে বার্সার সাথে রেয়ালের ব্যবধান ঘুরে দাঁড়িয়েছে বিগত পাঁচটি খেলার ফলাফলের কারণে৷ জোসে মুরিনিয়োর দল গত পাঁচটি খেলার মধ্যে মাত্র দু'টিতে জয় পেয়েছে৷ অথচ এসময়ে বার্সা তাদের সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়ে রেয়ালের সাথে ব্যবধান মাত্র চার পয়েন্টে নামিয়ে এনেছে৷ ধারাবাহিকভাবে বিজয় পতাকা উড়িয়ে যাচ্ছে বার্সা৷ গত নয়টি খেলাতেই জয় পেয়েছে লিওনেল মেসি'র সহযোদ্ধারা৷ আর ৩৮টি গোল দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজেকে ধরে রেখেছেন ফুটবল জাদুকর মেসি৷ তাঁর চেয়ে একটি গোল কম দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রেয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো৷

এদিকে, ভ্যালেন্সিয়ার সাথে রেয়ালের রবিবারের খেলায় গোলশূন্য ড্রয়ের পর বার্সার শিরোপা জয়ের প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণ৷ ক্রীড়া বিষয়ক পত্রিকা ‘মার্সা' পরিচালিত অনলাইন জরিপে দেখা গেছে, প্রায় ৭৯ শতাংশ অংশগ্রহণকারী এখন বার্সেলোনাকেই এবারের লিগ শিরোপার জন্য সম্ভাবনাময় দল হিসেবে দেখছে৷ এ অবস্থায় আগামী বুধবার আতলেতিকো'র বিরুদ্ধে একটি ভালো জয় না পেলে মুরিনিয়োর দলকে বেশ সংকটের মধ্যেই পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

রেয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনোছবি: PA/dpa

রেয়াল মাদ্রিদের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো তাই যথার্থই বললেন, ‘‘আমাদের সামনের লড়াইগুলো খুব কঠিন, তবে এখনই সময় আমাদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের৷ আগামী বুধবার আমরা শক্ত প্রতিপক্ষের সাথে লড়াই করতে নামলেও সেটিতে আমাদের জিততেই হবে৷ এটি খুবই গুরুত্বপূর্ণ৷ এমনকি এটি যেন আমাদের জন্য আরেকটি ফাইনাল খেলা৷''

বুধবারের খেলায় আতলেতিকো'কে হারানোর ব্যাপারে আশায় বুক বাঁধার যথেষ্ট কারণও রয়েছে রেয়ালের৷ ১৯৯৯ সাল থেকে রেয়াল'কে হারাতে পারেনি আতলেতিকো৷ তাছাড়া রবিবার লেভান্তে'তে ২-০ গোলে হেরে সপ্তম স্থানে থমকে দাঁড়িয়েছে আতলেতিকো৷ আর বুধবার রেয়ালের বিরুদ্ধে তাদের মাঠে নামতে হবে সাময়িকভাবে বহিষ্কৃত তারকা মিরান্দা, মারিও সুয়ারেজ এবং এদুয়ার্দো সালভিও'কে ছাড়াই৷

অন্যদিকে, শাস্তির মেয়াদ পেরিয়ে আবারও রেয়ালের হয়ে মাঠে নামতে যাচ্ছেন স্যার্জো রামোস এবং ইনজুরি থেকে ফিরছেন অ্যাংখেল দে মারিয়া৷ ফলে বার্সার সাথে ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে এগুতে বুধবার আতলেতিকেও হারাতে পারবে রেয়াল এমন বিশ্লেষণ ফুটবল বোদ্ধাদের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই/ডিপিএ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ