1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

২৬ এপ্রিল ২০১২

রেয়াল মাদ্রিদকে পেনাল্টিতে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ৷ পৌঁছাল গিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে৷ ফলে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কোন স্প্যানিশ দলের অস্তিত্বই থাকল না৷ রেয়ালের স্বপ্নও চুরমার৷

ছবি: AP

ইউরোপের সেরা দল হওয়ার স্বপ্ন নিয়ে নিজেদের ঘরের মাঠে বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমি - ফাইনাল খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ৷ ভালো খেলেছিল, একথাও বলা উচিত৷ কিন্তু শেষরক্ষা হল কই? বায়ার্নের পেনাল্টি ভাগ্য রেয়ালের স্বপ্ন ভেঙেচুরে দিল৷ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর যাওয়া হলনা এবারে৷ ফলে আরও যেটা হল, তাহল বার্সেলোনার ঘরে আলো জ্বলল৷ কারণ স্পেনের এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে এই মরশুমের প্রতিযোগিতাটা বড্ড চোখে পড়ছিল৷ রেয়ালের স্বপ্নভঙ্গে অতএব বার্সার ঘরে তো আলো জ্বলবেই!

গোল সামলাচ্ছেন বায়ার্ন গোলকিপার নয়ারছবি: AP

আর বায়ার্নের ঘরে? সেখানে তো পুরোপুরি উৎসবের মেজাজ৷ হওয়ারই কথা৷ কোচ ইউপ হাইনকেস তো খেলার শেষে বলেই দিলেন, ‘‘আজ আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা দুর্দান্ত দল৷ কারণ খেলাটা হয়েছে অন্যের মাঠে৷ আর ফাইনাল যেহেতু বায়ার্নের নিজের ঘরে হবে, সেক্ষেত্রে আমরা আরও ভালো খেলব৷''

বুধবারের খেলায় রোনাল্ডো ভালো খেলেছেন একথা শত্রুতেও বলবে৷ রেয়ালের প্রত্যাশা পূরণ করে তিনি দুখানা গোল দিয়েছেন ম্যাচে৷ কিন্তু বায়ার্নের আর্জেন রবেন সাতাশ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে খেলায় সমতা আনেন ৩-৩ গোলের৷

কিন্তু পেনাল্টিতে বায়ার্নের গোলকিপার মানুয়েল নয়ার পরপর কাকা আর রোনাল্ডোর শট ফিরিয়ে দিয়ে আসল কাজটা করে দেন৷ উল্টোদিকে রেয়ালের গোলকিপার ইকার কাসিলাস আবার আটকে দেন বায়ার্নের টোনি ক্রুস আর ফিলিপ লামের শটদুটি৷ ফলে সেখানেও অবস্থা ছিল সেয়ানে সেয়ানে৷ কিন্তু মাদ্রিদের সর্বনাশ হয় সের্গিও রামোসের পেনাল্টি শটে৷ বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন রামোস৷ এরপর বায়ার্নের বাস্টিয়ান শ্যোয়াইনস্টাইগার কিন্তু দিব্যি গোল দিয়ে দেন পেনাল্টিতে৷ ফলে বায়ার্ন চলে যায় ফাইনালে৷

রেয়ালের কোচ জোসে মুরিনিও এতদিন রেয়ালকে ইউরোপ সেরার মুকুট পরানোর স্বপ্নে মশগুল ছিলেন৷ বায়ার্ন সে স্বপ্ন ভেঙে দিয়েছে৷ মুরিনিও খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসে স্বীকার করে নিয়েছেন সেরা দল হিসেবেই জিতেছে বায়ার্ন৷ অতএব বায়ার্নের সামনে এখন চ্যাম্পিয়নস লিগের সেরা হওয়ার হাতছানি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, (ডিপিএ, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ