রোজা শুরু উপলক্ষ্যে রবিবার টেলিভিশনে দেয়া ভাষণে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের বিধান স্থগিতের ঘোষণা দিয়েছেন৷ একমাস আগে এই বিধান চালু হয়েছিল৷
বিজ্ঞাপন
তবে এ পর্যন্ত কারো বিরুদ্ধে তা প্রয়োগ করা হয়নি৷
সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর ঘোষণার পর জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও তারকা এর তীব্র নিন্দা জানিয়েছিলেন৷ জর্জ ক্লুনি, এলটন জনের মতো তারকারা সুলতানের মালিকানায় থাকা বিভিন্ন হোটেল বর্জনের ডাক দিয়েছিলেন৷ লন্ডন, লস এঞ্জেলেসের মতো জায়গায় সুলতানের হোটেল ব্যবসা রয়েছে৷
ব্রুনাইয়ের সুলতান বলেন, নতুন আইন সম্পর্কে ‘ভুল বোঝাবুঝি' তৈরি হয়েছে৷ ‘‘আমাদের মনে হয়েছে, আইনটি অনেকে ভুল বুঝেছেন, যেখান থেকে আশঙ্কা তৈরি হতে পারে৷ তবে আমাদের বিশ্বাস, যখন এমন ভুল বোঝাবুঝির অবসান হবে তখন আইনের গুরুত্ব স্পষ্ট হবে,'' ভাষণে বলেন তিনি৷
এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই
এশিয়ায় তাঁদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷ আদায় হতে শুরু করেছে প্রাপ্য অধিকার৷ তবে শতভাগ অধিকার অর্জন এখনো দূরের স্বপ্ন৷ সেই লড়াই এখনো চলছে সমকামী, উভকামী এবং হিজড়াদের৷
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারতের সমকামীদের জন্য ভীষণ আনন্দের দিন৷ সেদিন দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনো অপরাধ নয়৷ এই স্বীকৃতি সমকামীদের জীবনে আনন্দের প্লাবন এনে দিলেও তাঁরা অবশ্য জানেন, আদালত যা-ই বলুক, সমাজ এখনো সমকামীবান্ধব নয়৷ ভারতে সমকামীদের বিয়ের এখনো আইনি বা সামাজিক স্বীকৃতি নেই৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nath
থাইল্যান্ডে সুবাতাস
এলজিবিটি-দের জন্য থাইল্যান্ডের সমাজ অনেক অনুকূল৷ কয়েক দিন আগেই পাতায়ায় হয়ে গেল ট্রান্সজেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের ১৫তম সুন্দরী প্রতিযোগিতা৷ শুধু তাই নয়, এ বছর জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন একজন হিজড়া৷তবে এশিয়ার এই দেশটিতেও একই লিঙ্গের মানুষদের বিয়ের স্বীকৃতি নেই৷
ছবি: Reuters/J. Silva
তাইওয়ানে চুপসে গেল আশার বেলুন
খুব আশায় ছিলেন সমকামীযুগলরা৷ ভেবেছিলেন এবার বুঝি বিয়ে করার অধিকার পেয়েই যাবেন৷ সেই আশা নিয়েই তাকিয়ে ছিলেন গণভোটের দিকে৷ কিন্তু তাইওয়ানের মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিলেন সমাজের বেশির ভাগ মানুষ এখনো সবার সমান অধিকারে বিশ্বাসী হয়নি৷
ছবি: Reuters/A. Wang
ইন্দোনেশিয়ায় আতঙ্কে বসবাস
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া৷ সেখানে এলজিবিটি-দের সমঅধিকারের দাবি তোলাও ঝুঁকিপূর্ণ৷ সে-দেশে প্রায়ই এলজিবিটিবিরোধী মিছিল করে মৌলবাদীরা৷ সমকামী, উভকামী এবং হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর ওপর হামলা হয়েছে বেশ কয়েকবার৷ ইন্দোনেশিয়ায় তাই এলজিবিটি-দের থাকতে হয় আতঙ্কে, যৌনপরিচয় গোপন করে৷
বার্লিনের পর্যটন মেলার আগে মালয়েশিয়ার পর্যটন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘‘আপনার দেশে কি গে-দের স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়?’’ জবাবে তিনি বলেছিলেন, ‘‘আমাদের দেশে ওরকম কিছু আছে বলে আমি মনে করি না৷’’ তুমুল বিতর্ক শুরু হয় তাঁর এই বক্তব্য নিয়ে৷ মালয়েশিয়ায় অবশ্য এ নতুন কিছু নয়৷ সে দেশের অন্য মন্ত্রীদের মুখেও প্রায়ই এলজিবিটিদের সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য শোনা যায়৷
ছবি: picture-alliance/dpa/B. von Jutrczenka
সিঙ্গাপুরে ক্ষণিকের আনন্দ
সিঙ্গাপুরের এই গে প্যারেডের আনন্দ কিন্তু সব সময়ের জন্য সত্যি নয়৷ দ্বীপদেশটি অনেক ক্ষেত্রে উদার হলেও সমকামী, উভকামী এবং হিজড়াদের বেলায় রক্ষনশীল৷ সমলিঙ্গের সম্পর্কের কারণে জেলও হতে পারে অর্থনৈতিকভাবে উন্নত এ দেশে৷
ছবি: picture-alliance/Photoshot
6 ছবি1 | 6
এদিকে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ড স্থগিত নয়, সেটি পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত ব্রুনাইয়ের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে৷
উল্লেখ্য, ব্রুনাইয়ে মাদক পাচার, পরিকল্পিত হত্যাকাণ্ড ইত্যাদি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে৷ তবে নব্বইয়ের দশক থেকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ২০১৪ সালে সৌদি আরব ও ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মতো জাতীয় পর্যায়ে শরিয়া পেনাল কোড চালু করে৷ তবে এই আইনের অধীনে শাস্তি হিসেবে শুরুতে শুধু জেল-জরিমানার বিধান চালু হয়৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)
সমকামী বিয়ে বৈধ যে সব দেশে
এ পর্যন্ত কোন কোন দেশের জনগণ সমকামীদের মধ্যে বিয়ের পক্ষে মত দিয়েছেন বা কোন দেশে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে, সে তথ্যই তুলে ধরা হলো ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/E. Becerra
নেদারল্যান্ডস
বিশ্বে সর্বপ্রথম সমকামী বিয়ে বৈধ হয় এই দেশে৷ ২০০০ সালে বৈধতা পাওয়ার পর ২০০১ সালে সমকামী বিয়ে অনুষ্ঠিত হয় দেশটিতে৷
ছবি: picture-alliance/DUMONT Bildarchiv/T. Linkel
কলম্বিয়া
২০১৬ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/dpa/C. Rubio
আয়ারল্যান্ড
২০১৫ সালে গণভোটের মাধ্যমে সমকামী বিয়ে বৈধতা পায় এই দেশে৷
ছবি: picture-alliance/empics/N. Carson
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে বৈধ হয় ২০১৫ সালে৷
ছবি: Getty Images/S. Platt
স্কটল্যান্ড
২০১৪ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধ হয়৷
ছবি: Reuters/R. Cheyne
ফিনল্যান্ড
২০১৫ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধ হয়৷
ছবি: dapd
লুক্সেমব্যর্গ
২০১৪ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/imageBROKER/J. Pigozne
গ্রিনল্যান্ড
২০১৫ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Reuters/L. Jackson
ফ্রান্স
২০১৩ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Reuters/R. Duvignau
ইংল্যান্ড, ওয়ালস
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায় এখানে৷
ছবি: Getty Images
ব্রাজিল
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: AFP/Getty Images
উরুগুয়ে
২০১৩ সালে সমকামী বিয়ে বৈধতা পায় এখানে৷
ছবি: picture-alliance/dpa/J. I. Mazzoni
ডেনমার্ক
২০১২ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Reuters/A. Kelly
আইসল্যান্ড
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/blickwinkel/K. Irlmeier
পর্তুগাল
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Getty Images/AFP/J.M. Ribeiro
আর্জেন্টিনা
২০১০ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Imago/Agencia EFE/M. Arduin
সুইডেন
২০০৯ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/robertharding
নরওয়ে
২০০৮ সালে এখানে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: AFP/Getty Images/O. Morin
দক্ষিণ আফ্রিকা
২০০৬ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: DW
স্পেন
২০০৫ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/dpa
নিউজিল্যান্ড
২০১৩ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/dpa/EPA/Air New Zealand
বেলজিয়াম
২০০৩ সালে এখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পায়৷
ছবি: picture-alliance/AP Photo/V. Ghirda
ক্যানাডা
২০০৫ সালে দেশটিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷
ছবি: Getty Images/D.Pensinger
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় সমকামীদের বিয়ে বৈধতা পেয়েছে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর প্রতিনিধি পরিষদে এ-সংক্রান্ত বিল পাস হয়৷ এই প্রস্তাবের পক্ষে ১৪৬টি এবং বিপক্ষে পড়ে মাত্র ৪টি ভোট৷ এর আগে ১৫ই নভেম্বর অস্ট্রেলিয়ার ব্যুরো অফ স্ট্যাটিসটিকস বা এবিএস ঘোষণা করে যে, দেশটির জনগণ সমকামী বিয়ের পক্ষে ভোট দিয়েছিলেন৷ সমকামী বিয়ে বৈধতা আইনে গণভোটের পক্ষে ভোট দেন ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ৷
ছবি: Getty Images/AFP/S. Khan
অস্ট্রিয়া
২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালত সমকামী বিয়ের অধিকারের পক্ষে রায় দেয়৷ ২০১৯ সাল থেকে তা কার্যকর হয়৷
ছবি: picture-alliance/dpa/C. Bruna
জার্মানি
২০১৭ সালের ৩০শে জুন জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷ অর্থাৎ ইউরোপের ১৫তম দেশ হিসেবে জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পেল৷ জার্মান পার্লামেন্টে এর পক্ষে ৩৯৩টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে ২২৬টি ভোট৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি সমকামী বিয়ের বিপক্ষে থাকলেও, সংসদীয় নির্বাচনের ক’মাস আগে হঠাৎ করেই ম্যার্কেল ঘোষণা করেন যে, এ বিষয়ে ভোটাভুটি হবে৷
ছবি: Reuters/A. Schmidt
মাল্টা
২০১৭ সালের জুলাই মাসে মাল্টায় সমকামী বিয়ে বৈধতা পায়, যদিও এর বিরোধিতা করেছিল ক্যাথলিক চার্চ৷
ছবি: Reuters/D. Zammit Lupi
বলিভিয়া
২০০৯ সালে সংবিধান সংশোধন করে সমকামী বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলিভিয়া৷ কিন্তু ২০১৬ সালে তারা ট্রান্সজেন্ডারদের নানারকম অধিকার দেয়াকে সমর্থন করে৷ দুই বছরের আইনী লড়াইয়ের পর ২০২০ সালে দেশটিতে এক সমকামী যুগল বিয়ের স্বীকৃতি পায়৷
ছবি: Reuters/D. Mercado
তাইওয়ান
২০১৯ সালের ১৭ মে এশিয়ার প্রথম দেশ হিসেবে তাইওয়ানের সংসদ সমকামী বিয়েকে আইনগত বৈধতা দিয়ে একটি বিল পাস করে৷ ফলে সে দেশের সমকামীরা এখন তাদের বিয়ে নিবন্ধন করতে পারবেন৷