1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজার আগে সমকামীদের সুখবর দিল ব্রুনাই

৬ মে ২০১৯

রোজা শুরু উপলক্ষ্যে রবিবার টেলিভিশনে দেয়া ভাষণে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের বিধান স্থগিতের ঘোষণা দিয়েছেন৷ একমাস আগে এই বিধান চালু হয়েছিল৷

Brunei Sultan Hassanal Bolkiah - Neue Gesetze
ছবি: Getty Images/AFP

তবে এ পর্যন্ত কারো বিরুদ্ধে তা প্রয়োগ করা হয়নি৷

 সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর ঘোষণার পর জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও তারকা এর তীব্র নিন্দা জানিয়েছিলেন৷ জর্জ ক্লুনি, এলটন জনের মতো তারকারা সুলতানের মালিকানায় থাকা বিভিন্ন হোটেল বর্জনের ডাক দিয়েছিলেন৷ লন্ডন, লস এঞ্জেলেসের মতো জায়গায় সুলতানের হোটেল ব্যবসা রয়েছে৷

ব্রুনাইয়ের সুলতান বলেন, নতুন আইন সম্পর্কে ‘ভুল বোঝাবুঝি' তৈরি হয়েছে৷ ‘‘আমাদের মনে হয়েছে, আইনটি অনেকে ভুল বুঝেছেন, যেখান থেকে আশঙ্কা তৈরি হতে পারে৷ তবে আমাদের বিশ্বাস, যখন এমন ভুল বোঝাবুঝির অবসান হবে তখন আইনের গুরুত্ব স্পষ্ট হবে,'' ভাষণে বলেন তিনি৷

এদিকে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ড স্থগিত নয়, সেটি পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত ব্রুনাইয়ের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে৷

উল্লেখ্য, ব্রুনাইয়ে মাদক পাচার, পরিকল্পিত হত্যাকাণ্ড ইত্যাদি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে৷ তবে নব্বইয়ের দশক থেকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ২০১৪ সালে সৌদি আরব ও ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মতো জাতীয় পর্যায়ে শরিয়া পেনাল কোড চালু করে৷ তবে এই আইনের অধীনে শাস্তি হিসেবে শুরুতে শুধু জেল-জরিমানার বিধান চালু হয়৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ