1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজিনার পক্ষে সরব সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকা

২০ মে ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামকে 'হেনস্তার' প্রতিবাদ ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকা৷ সোশাল মিডিয়ায় রোজিনার মুক্তির দাবি তুলেছেন বেশ কয়েকজন শিল্পী ও নির্মাতা৷

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামছবি: Harun-Or-Rashid/ZUMA Wire/picture alliance

রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন জয়া আহসান, মোস্তফা সরয়ার ফারুকী, চঞ্চল চৌধুরী, কোনাল, শাকিব খান, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ অনেকে৷

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, "সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা৷…”

রোজিনাকে ‘হেনস্তার' ঘটনাকে বাংলাদেশের ‘বাক স্বাধীনতায় হস্তক্ষেপ' বলে বর্ণনা করে জয়া আহসান লিখেছেন, "রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়৷ দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন৷ এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা! রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে৷ মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে৷”

ফেসবুকে মুখোশ পরা নিজের একটি ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, "করোনার কারণে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাসটা চলমান থাক৷ কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই৷ দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলি, ‘রোজিনা ইসলামের মুক্তি চাই'৷ ”

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, "একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন৷ বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন৷ দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়৷ সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়৷ ” শাকিব খান আদালতের মাধ্যমে রোজিনার শতভাগ ন্যায়বিচার কামনা করেছেন৷

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদে শামিল হয়েছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নাট্যনির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী শাহনাজ খুশি, চিত্রপরিচালক পরিচালক দীপংকর দীপন, অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ, অভিনেত্রী, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ আরো অনেকে৷

সংগীতশিল্পী কোনাল ‘সত্যকন্যা রোজিনা' শিরোনামে একটি গান গেয়েছেন৷ গানটি নিজেই লিখেছেন এবং সুর করেছেন৷ গানটি শেয়ার করতে গিয়ে কোনাল লিখেছেন, ‘‘রোজিনা আপা একজন সৎ, সাহসী সাংবাদিক৷ তার ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই৷ দোষীদের উচিত শাস্তির দাবি জানিয়ে আমার এই গান৷''

এদিকে রোজিনা ইসলামকে ‘হেনস্তার' প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গ্যানাইজেশন (এফটিপিও) বলেছে, "সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়া বড় অন্যায়৷ আরো বড় অন্যায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক রোজিনাকে থানায় পাঠিয়ে দেওয়া৷ সেখান থেকে তাকে যেভাবে আদালতে হাজির করে জেলে পাঠানো হয়েছে, সেটা সীমা লঙ্ঘন করেছে৷'' 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ