1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজিনাসহ বিশ্বের ৬১ নারী সাংবাদিক হয়রানির শিকার

৮ অক্টোবর ২০২১

বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামসহ বিশ্বের ৬১ জন নারী সাংবাদিক গত সেপ্টেম্বর মাসে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছে নারী সাংবাদিকদের বৈশ্বিক জোট ‘কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম' সিএফডাব্লিউআইজে৷

Bangladesch | Festnahme einer Journalistin
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

১ অক্টোবর প্রকাশিত ‘প্রেস ফ্রিডম স্ট্যাটাস ফর উইমেন জার্নালিস্টস: সেপ্টেম্বর ২০২১' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, রোজিনাসহ সাত নারী সাংবাদিকের আইনি হয়রানির মুখোমুখি হওয়ার খবর গতমাসে সামনে এসেছে৷

সিএফডাব্লিউআইজের প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বরে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় জব্দ করা রোজিনা ইসলামের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড, দুটি মুঠোফোন ও পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত৷

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকেগত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়৷ সেদিন রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ আর রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়৷ এই মামলায় গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহের মাথায় গত ২৩ মে জামিনে ছাড়া পান৷

প্রতিবেদনে আরো বলা হয়, সেপ্টেম্বরে তথ্য সংগ্রহ কিংবা প্রতিবেদন তৈরি করতে গিয়ে বিশ্বের ১২ জন নারী সাংবাদিক হামলার শিকার হয়েছেন৷ এ সময় লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্রে নারী সাংবাদিকদের ওপর হামলা হয়েছে৷

এছাড়া আফগানিস্তান, নাইজেরিয়া, মন্টেনেগ্রো, স্লোভেনিয়া, তিউনিসিয়া, তুরস্কের ১০ নারী সাংবাদিক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন বলে জানিয়েছে সিএফডাব্লিউআইজে৷ বেলারুশ, চীন, মিয়ানমার, পোল্যান্ড ও রাশিয়ায় সাত নারী সাংবাদিককে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে৷

ভারত, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের তিন সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে, বিভিন্ন দেশের ২০ জন ট্রলের শিকার হয়েছেন, সুইজারল্যান্ডের এক নারী সাংবাদিক অনলাইনে হয়রানির শিকার ও ভারতের একজন রাতে চলাচলের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন৷

জেডএইচ/এসিবি (সিএফডাব্লিউআইজে, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ