1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোডমার্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি

১৮ অক্টোবর ২০১১

বিএনপির চেয়ারপার্সন ও বেগম খালেদা জিয়া রোডমার্চের পথ সভায় আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন৷ আর আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল বিলাসী রোডমার্চের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে৷

একের পর এক কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ বাড়াচ্ছেন খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকা থেকে বগুড়ার পথে এটি বিএনপির নেতৃত্বে ৪ দলের দ্বিতীয় রোডমার্চ৷ রোডমার্চে খালেদা জিয়া বিভিন্ন জায়গায় পথসভা করে বক্তব্য রাখেন৷ তিনি গাজীপুরের পথসভায় বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিদায় করেছে৷ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবেনা৷ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই নির্বাচন করতে হবে৷

বিকেল বেলা রোড মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে বগুড়া পৌছায়৷ সন্ধ্যার আগে তিনি সেখানে এক জনসভায় দেয়া বক্তৃতায় সরকারের সমালোচনা করেন৷ তিনি দেশবাসীকে আগামীতে আরো কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান৷ রাতে বগুড়ায় অবস্থান করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই রোড মার্চ কাল রাজশাহী গিয়ে শেষ হবে৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রোডমার্চের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে৷ তিনি বলেন, তাদের এই বিলাসী রোডমার্চে ভোটের বাক্সে কোন প্রভাব ফেলবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ