1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোদ্দুর রায়কে বৃহস্পতিবার আদালতে তোলা হবে

৮ জুন ২০২২

গোয়া থেকে বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার তাকে কলকাতায় আনা হচ্ছে।

ছবি: Subrata Goswami/DW

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন কথা বলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়কে। মঙ্গলবার কলকাতা থেকে গোয়ায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ও সাইবার ক্রাইম বিভাগ। বুধবার তাকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে।

কলকাতায় বলিউড গায়ক কেকে-র মৃত্যুর পর রোদ্দুর ইউটিউবে একটা লাইভ করেন। সেখানে তিনি মমতা, অভিষেক সহ কয়েকজনের বিরুদ্ধে অঙ্গভঙ্গি সহকারে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ। এরপর পুলিশের কাছে বিভিন্ন থানায় ও সাইবার ক্রাইম বিভাগে প্রচুর অভিযোগ জমা পড়ে। তৃণমূল সাংসদ শান্তনু সেনও টুইট করে একই অভিযোগ করেছিলেন। কলকাতার পুলিশ কমিশনারকেও বিষয়টি জানিয়েছিলেন তিনি।

শান্তনুর দাবি, ''রোদ্দুরকে গ্রেপ্তার করার পর মুখ্যমন্ত্রী কেন, অন্য কাউকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার আগে মানুষ ভাববে।''

রোদ্দুর রায়কে নিয়ে আগেও বিতর্ক হয়েছে। ছবি: Subrata Goswami/DW

পুলিশ জানিয়েছে, রোদ্দুর রায়ের মোবাইল লোকেশনে দেখা যায় তিনি গোয়ায় আছেন। তারপর গোয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোদ্দুর রায় গ্রেপ্তার হওয়ার পর সাবেক তৃণমূল সাংসদ এবং বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরা প্রশ্ন তুলেছেন, এর আগে রবীন্দ্রনাথকে নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন রোদ্দুর। অন্য মনীষীদের নিয়েও করেছেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেকের সমালেচনা করার পরই তাকে গ্রেপ্তার করা হলো।

রোদ্দুর অবশ্য যথেষ্ট বিতর্কিত চরিত্র। ইউটিউবে তিনি এর আগেও অশালীন কথা ও অঙ্গভঙ্গির জন্য বিতর্কের ঝড় তুলেছেন।

জিএইচ/কেএম(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ