1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডোর জন্য ১৮ কোটি ইউরো হাঁকলো সিটি

২০ মে ২০১১

ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ যে কোনো ফুটবল ক্লাবের জন্য এক স্বপ্ন৷ রেয়াল মাদ্রিদের কাছ থেকে ২৬ বছর বয়স্ক এই স্ট্রাইকারকে ছিনিয়ে নিতে ম্যানচেস্টার সিটি রেকর্ড অঙ্কের প্রস্তাব দিয়েছে৷

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনাল্ডোছবি: AP

ম্যানচেস্টার সিটি ক্লাবের মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহইয়ান এই চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন বলে মাদ্রিদের এক ক্রীড়া বিষয়ক দৈনিকে ফলাও করে খবর ছাপা হয়৷

এএস নামের ঐ পত্রিকা অবশ্য জানিয়েছে, যে রোনাল্ডো মোটেই কোথাও যাচ্ছেন না, কারণ তিনি নিজে এমন কিছু চান না এবং রেয়াল তাঁকে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ করে নি৷ উল্লেখ্য, ২০০৯ সালে রেয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস রেকর্ড ৯ কোটি ৬০ লক্ষ ইউরো দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড'এর কাছ থেকে রোনাল্ডোকে কিনে নিয়েছিলেন৷

রোনাল্ডোকে পাওয়ার এই বাসনার পেছনে যথেষ্ট কারণও রয়েছেছবি: DPA

প্রায় যে কোনো মূল্যে রোনাল্ডোকে পাওয়ার এই বাসনার পেছনে যথেষ্ট কারণও রয়েছে৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় প্রথম মরশুমেই লিগ পর্যায়ে তিনি ২৬টি গোল করেন৷ হাঁটুর চোট সত্ত্বেও এমন দুর্দান্ত খেলা দেখিয়েছেন তিনি৷ চলতি মরশুমে তিনি ৩৮টি গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলের সংখ্যা ছুঁয়ে ফেলেছেন৷ শনিবার চলতি মরশুমে আলমেরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচেও রোনাল্ডো গোল করলে সেই রেকর্ড ভেঙে যাবে৷

শুধু এএস ক্রীড়া বিষয়ক দৈনিকই নয়, রেডিও মার্কাও বলেছে, কোনো অবস্থাতেই রেয়াল মাদ্রিদ রোনাল্ডোকে বিক্রি করবে না৷ প্রায় সব মহলই এবিষয়ে একমত যে রোনাল্ডোকে ঘিরেই মাদ্রিদের রণকৌশল তৈরি করা হয়েছে৷ তাই এমন অমূল্য সম্পদ ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ