1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোনাল্ডোর ৮০০ গোল

৩ ডিসেম্বর ২০২১

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান পরিসংখ্যান হলো, ১০৯৭টি ম্যাচ, ৮০১ গোল। আর্সেনালের বিরুদ্ধে দুই গোল করে এই কৃতিত্ব অর্জন রোনাল্ডোর।

আটশর বেশি গোল করলেন রোনাল্ডো। ছবি: Luca Bruno/AP Photo/picture alliance

বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের বিরুদ্ধে খেলার ফলাফল ছিল ৩-২। ম্যানচেস্টারের তিন গোলের মধ্যে রোনাল্ডো দুইটি গোল করেছেন। তার ফলে তিনি বিরল কৃতিত্বের অধিকারী হলেন। দেশ ও ক্লাব মিলিয়ে মোট ৮০০টি গোল দেয়ার কৃতিত্ব। এর মধ্যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা স্বীকৃতিহীন প্রতিযোগিতায় ম্যাচের হিসাব ধরা নেই।

দেশের হয়ে ১১৫টি গোল করেছেন তিনি। জুভেন্টাসের হয়ে ১০১টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি এবং ম্যনচেস্টার উইনাইটেডের হয়ে দুই দফায় মোট ১৩০টি গোল করেছেন।  তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগে সব চেয়ে বেশি গোল করেছেন।

প্রিমিয়ার লিগের সব চেয়ে বেশি গোল যিনি করেছেন, সেই অ্যালেন শিয়েরার অ্যামাজন প্রাইম ভিডিওকে বলেছেন, ''ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেললে শুধু বসে দেখে যেতে হয়, ওয়াও বলতে হয় এবং তার প্রশংসা করতে হয়।'' তার মতে, ''রোনাল্ডোর দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব রয়েছে। ফুটবলের শীর্ষে পৌঁছানো শক্ত। একবার পৌঁছালে সেখানে দীর্ঘদিন থাকাটা আরো কঠিন। প্রত্যেক সপ্তাহে পারফরমেন্সের উপর গোটা বিশ্ব নজর রাখে।''

রোন্যাল্ডোই কি এক নম্বরে?

ফুটবলের সব চেয়ে বেশি গোল কে করেছেন, তা নিয়ে ডেটাবেস নেই। কিন্তু শুধু সর্বোচ্চ পর্যায়ের অফিসিয়াল ম্যাচ ধরলে রোনাল্ডোর গোলের সংখ্যা সব চেয়ে বেশি।

চেক ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করে, চেকোস্লোভাকিয়া ও অস্ট্রিয়ার হয়ে খেলা জোসেফ বিক্যান অফিসিয়াল ম্যাচে ৮২১টি গোল করেছেন। অন্যদের দাবি, তিনি ৮০৫টি গোল করেছেন, কিন্তু সেটা অফিসিয়াল, নন-অফিসিয়াল ও রিসার্ভ টিমের হয়ে।

পেলে ও রোমারিও এক হাজারের বেশি গোল করেছেন।  কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ বাদ দিলে তাদের গোলসংখ্যা দাঁড়ায় সাতশর বেশি।  বেসরকারি হিসাবরক্ষকরা বলেন, পেলে ৭৬৯ ও পুসকাস ৭৬১টি গোল করেছেন।

লিওনেল মেসি ৭৫৬টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ৮০টি, বার্সেলোনার হয়ে ৬৭২ ও পিএসজি-র হয়ে চারটি।

রোন্যাল্ডোর সামনে

ম্যানচেস্টার ইউনাইডেটে এবার নতুন অন্তর্বর্তী ম্যানেজার দায়িত্ব নেবেন। বৃহস্পতিবারের খেলা তিনি দর্শকাসন থেকে দেখেছেন। বলা হচ্ছিল, নতুন ম্যানেজারের স্টাইলের সঙ্গে রোনাল্ডোর মানিয়ে নিতে অসুবিধা হতে পারে। কারণ, তিনি বেশি পাস খেলা পছন্দ করেন। কিন্তু বৃহস্পতিবার রোনাল্ডো আবার বুঝিয়ে দিয়েছেন, কেন তাকে দলে দরকার এবং কেন তাকে মহান ফুটবলার বলা হয়। 

জিএইচ/এসজি(রয়টার্স, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ