1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেয়াল-এর ট্রান্সফার নীতি

৩ সেপ্টেম্বর ২০১৪

ফ্লোরেন্তিনো পেরেজ-এর বদলে তিনি ক্লাবের প্রেসিডেন্ট হলে রেয়াল মাদ্রিদের প্লেয়ার কেনা-বেচার নীতি সম্ভবত অন্যরকম হতো, স্পেনের খেরেস শহরে একটি প্রোমোশনাল ইভেন্টের অবকাশে রিপোর্টারদের বলেছেন রোনাল্ডো৷

Spanien Fußball WM Spieler Cristiano Ronaldo
ছবি: imago

গত মরশুমে মাদ্রিদ যে তাদের দশম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জয় করে, তার পিছনে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা বড় অবদান ছিল বৈকি – বলতে কি, তিনিই ছিলেন দলের ‘টপ স্কোরার'৷ কিন্তু রেয়াল এবার সেই ‘উইনিং টিম'-এর দু'টি স্তম্ভ – দুই মিডফিল্ডার সাবি আলন্সো ও আনখেল দি মারিয়াকে বেচে দিয়েছে এবং তাদের পরিবর্তে এনেছে টোনি ক্রোস ও খামেস রদ্রিগেজকে৷

রোনাল্ডো তা-তে খুশি নন৷ বিশেষ করে আলন্সোর বায়ার্ন মিউনিখ অভিমুখে বিদায় রেয়াল-এর বহু সমর্থক ও শুভানুধ্যায়ীর খুব একটা ভালো চোখে দেখেননি৷ আলন্সোকে বাদ দিয়ে রেয়াল-এর মিডফিল্ড তার গুণগত উৎকর্ষ বজায় রাখতে পারবে কিনা, সেটাই ছিল প্রশ্ন৷ সে প্রশ্নের জবাব কিছুটা পাওয়া গিয়েছে গত রবিবার রেয়াল মাদ্রিদ রেয়াল সোসিয়েদাদ-এর কাছে ৪-২ গোলে হারার পরে৷ ইনজুরির দরুণ রোনাল্ডো সেদিন মাঠে নামতে পারেননি৷

ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এ মৌসুমে রেয়ালে যোগ দেয়া হামেস রডরিগেস (ডান দিকে)ছবি: picture alliance/ZUMAPRESS.com

তবে রোনাল্ডো যে মনঃক্ষুণ্ণ হয়েছেন, তা-তে কোনো সন্দেহ নেই৷ নয়ত তিনি যে শহর শেরি নামধারী সুস্বাদু পানীয়টিকে তার (ইংরিজি ও আন্তর্জাতিক) নাম দিয়েছে, সেই খেরেস শহরে বিশ্বের সেরা ফুটবলার খেদ করে বলতেন না: ‘‘আমার এ ব্যাপারে একটা স্পষ্ট মতামত আছে, কিন্তু আমি যা ভাবি, তা আমি সব সময়ে বলতে পারি না৷ তা যদি না করতাম, তাহলে কাল কাগজের প্রথম পাতায় আমার নাম থাকত এবং আমি সেটা চাই না৷ কিন্তু আমি যদি (ক্লাবের) দায়িত্বে থাকতাম, তাহলে আমি হয়ত ওভাবে কাজ করতাম না৷ অপরদিকে প্রেসিডেন্ট (পেরেজ) যদি ভাবেন যে, দলের জন্য তিনি যে সব প্লেয়ার কিনেছেন, তা-তে দলের মঙ্গল হবে, তাহলে আমাদের সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে৷''

তবে ‘কনস্ট্রাকশন' ব্যবসা থেকে কোটিপতি পেরেজ-এর সিদ্ধান্তের বিরুদ্ধে খোলাখুলি বিদ্রোহ করার সাহস অথবা ক্ষমতা খোদ ক্রিস্টিয়ানো রোনাল্ডো-রও নেই৷ তাই রোনাল্ডো পরে আরেকটু নরম ভাবে বলেছেন: ‘‘নতুন প্লেয়াররা আসার ফলে খেলার স্টাইল বদলে যাবে, তবে সেটা ভালোর জন্যে কিংবা মন্দের জন্যে, দু'টোই হতে পারে৷ আশা করব, ভালোর জন্যই, কেননা ওরা খেলোয়াড় হিসেবে সত্যিই ভালো৷ ওরা ভালোভাবে মানিয়ে নিতে পারলে সেটাই স্বাভাবিক হবে৷ দি মারিয়া আর সাবি আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তারা আর এখানে নেই এবং আমাদের নতুন প্লেয়ারদের নিয়ে খুশি থাকতে হবে৷ ব্যাপারটা শেষমেষ আমাদের পক্ষে ভালোই হবে৷''

হবে তো?

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ