1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটকে মানুষের প্রকৃত সঙ্গী করে তোলা হচ্ছে

ক্রিস্টিনা লাউবে/এসবি৩১ মে ২০১৪

‘স্টার ওয়ার্স’ ও ‘আই রোবট’ সহ হলিউডের অনেক ছবির কল্যাণে রোবটের সঙ্গে আমাদের মোটামুটি পরিচয় ঘটেছে৷ কিন্তু বাসার কাজকর্মে তারা হাত না লাগালে আর কী লাভ? বিজ্ঞানীরা ঠিক সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন৷

৬০ সেন্টিমিটার লম্বা ফ্রান্সের ‘নাও' নামের এই রোবটটির দাম ৫,০০০ ইউরোছবি: Nao Next Gen/Aldebaran

ফ্রান্সের লিয়ঁ শহরে ‘ইনোরোবো' মেলায় মানুষের মতো দেখতে রোবটের ছড়াছড়ি৷ প্রায় ১৪০টি ছোট-বড় প্রতিষ্ঠান এ ক্ষেত্রে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরছে৷ মেলার প্রধান কাটরিন সিমঁ বলেন, ‘‘রোবট হলো মানুষ ও যন্ত্রের মধ্যে শেষ সীমারেখা৷ এখনো তারা গবেষণাগারের গণ্ডির মধ্যে রয়েছে বটে, কিন্তু শীঘ্রই তারা আমাদের সংসারে কাজ করবে৷ এটা অনেকটা গাড়ির ইতিহাসের মতো৷ প্রথমে সবাই গাড়ির মালিক হতে চাইতো৷ আজ তারা চায় এমন হিউমানয়েড রোবট৷ এই স্বপ্ন সবারই কিছুটা রয়েছে৷''

বাসার কাজে সহায়তা করবে রোবট!

03:56

This browser does not support the video element.

স্পেনের এই রোবট সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে গেছে৷ প্রায় মানুষের মতো আকারের এই রোবট নিজে নিজে হাঁটতে পারে, প্রায় ১০ কিলো পর্যন্ত ওজনও বইতে পারে৷ তবে এখনো দৈনন্দিন ব্যবহারের উপযোগী হয়নি, শুধু গবেষণার কাজে লাগছে৷ দাম ৩ লক্ষ ইউরো৷

ইউরোপীয় প্রকল্প ‘আই-ক্লাব'-এর আওতায় তৈরি করা হয়েছে চার বছরের শিশুর আকারের এক রোবট৷ হাত বাড়িয়ে বিভিন্ন বস্তু ধরতে পারে৷ ৫ থেকে ১০ বছরের মধ্যে একে ঘরে-বাইরে অনেক কাজে লাগানো যাবে৷ তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে ৬০ সেন্টিমিটার লম্বা ফ্রান্সের ‘নাও' নামের রোবট৷ ৫,০০০ ইউরো দিয়ে কেনা যায় একে৷ এরই মধ্যে সারা বিশ্বে ৬,০০০-এরও বেশি সংস্করণ বিক্রি হয়েছে৷ যেমন স্কুলে কচি-কাচাদের প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তোলার কাজে৷

তবে রোবটকে ঘিরে এখনো কিছু প্রচলিত ধারণা রয়েছে৷ ‘নাও' রোবট কোম্পানির প্রধান ব্রুনো মেসোনিয়ে বলেন, ‘‘শিশুদের ও বাসায় সাহায্য করার রোবটের কথা বললেই অনেকেই বলেন, কি জানি এমন জিনিস সত্যি চাই কিনা! এটা আসলে মানসিকতার প্রশ্ন৷ কিন্তু ‘নাও'-কে একবার দেখলে তারাই আবার বলেন, বাঃ বেশ মিষ্টি দেখতে, এটা আমার চাই৷ আসলে সিনেমা দেখে মনে রোবটের ভয়াবহ একটা ছবি তৈরি হয়ে যায়৷''

মিউনিখ শহরের কাছে গারশিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গবেষকরা কৃত্রিম মেধাযুক্ত রোবট নিয়ে কাজ করছেন৷ তাদের রোবটের নাম ‘রোবয়'৷ লম্বায় ১.৪০ মিটার৷ অন্য কোনো রোবটের সঙ্গে মানুষের এত মিল পাওয়া যাবে না৷ শুধু দেখতে-শুনতে নয়, মানুষের অ্যানাটমি-রও যথেষ্ট নকল করা হয়েছে এর মধ্যে৷ মোটরের বদলে পেশি ও শিরা রয়েছে ‘রোবয়'-এর৷ এমনকি আবেগ দেখাতে ও কথা বলতেও পারে৷

আবেগ দেখাতে পারে ‘রোবয়’ নামের এই রোবটটি!ছবি: picture-alliance/dpa

সব সময় তার মুখে যেন হাসির একটা রেশ লেগে আছে৷ ‘রোবয়' প্রকল্পের প্রধান রাফায়েল হস্টেটলার বলেন, ‘‘আমরা ডিজাইনে বেশ কয়েকবার রদবদল করেছি, বিশেষ করে মাথার দিকটা৷ ফেসবুকে ভোট দিয়ে মানুষ সবচেয়ে মিষ্টি মুখটি বাছতে পেরেছিলেন৷ ‘রোবয়'-এর শরীরটা কঙ্কালের মতো হওয়ার ফলে আমাদের কাছে তার মুখচ্ছবি ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ ‘রোবয়' এ ধরনের গবেষণার ইতিবাচক দূত হয়ে উঠুক, সেটাই তো উদ্দেশ্য!''

ভবিষ্যতে এই রোবট মানুষকে দৈনন্দিন কাজে সাহায্য করবে ও সামাজিক প্রতিষ্ঠানে কাজ করবে৷ হস্টেটলার বলেন, ‘‘রান্নাবান্না, কাপড় কাচা, ইস্ত্রি করা – সংসারের এই সব কাজ করতে রোবোটের আরও কয়েক দশক লেগে যাবে বলে মনে হয়৷ আসলে আমাদের এলোমেলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন কাজ৷ এটা বোঝার ক্ষমতা এখনো পূর্ণ মাত্রায় পৌঁছায়নি৷''

অর্থাৎ রোবট এখনো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারেনি৷ তবে কে জানে, সে হয়ত একদিন এই অনুষ্ঠানেরই রিপোর্টার হয়ে উঠবে!

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ