রোবট ব্যবহারের পরিধি দিন দিন বাড়ছে৷ বাড়ির কাজ থেকে শুরু করে শিল্প কারখানা, হাসপাতাল, রেস্তোরাঁ – এমন অনেক জায়গায় রোবটকে কাজে লাগানো হচ্ছে৷ এমনকি এবার শিক্ষকের ভূমিকায় রোবট ব্যবহারের চেষ্টা চলছে৷
বিজ্ঞাপন
এমনি এক রোবট ‘নাও'৷ শিক্ষার্থীরা ক্যামেরা আর মাইক্রোফোনের সাহায্যে তার সঙ্গে যোগাযোগ করে৷
কোনো কিছু ব্যাখ্যা করা রোবটের জন্য সহজ৷ তবে একজন ভালো শিক্ষকের গুণ হচ্ছে, তিনি শিক্ষার্থীদের বুঝতে পারেন ও তাদের প্রতি সহানুভূতিশীল হন৷ একজন রোবটের পক্ষে কী সেরকম সম্ভব? কীভাবে সে শিক্ষার্থীদের উৎসাহিত করবে? এ বিষয়ে নাওকে অনুভূতিসম্পন্ন হতে শেখাচ্ছেন যে মনোবিজ্ঞানী সেই আরফিড কাপাস বলেন, ‘‘...একদিকে এটি একটি প্রযুক্তিগত সমস্যা, যার সমাধান দরকার৷ অন্যদিকে, আমাদের প্রথমে ঠিক করতে হবে, অনুভূতিসম্পন্ন হতে কী কী লাগে৷ এ বিষয়ে অনেক মতপার্থক্য আছে৷ অবশ্য সহজ করে বললে বলা যায়, এটা হচ্ছে, আমি যার সঙ্গে কথা বলছি তার চিন্তা ও অনুভূতি বুঝতে পারা৷''
রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট?
রোবট, যন্ত্রের তৈরি মানুষগুলো শুধু যে চোখ পিটপিট তাকাতে আর শব্দ করতে পারে, তা নয়৷ চীনের বেশ কিছু রোস্তোরাঁয় আজকাল অতিথি আপ্যায়নেও কোমর বেঁধেছে তারা৷ চলুন যন্ত্রমানবের কাজ দেখতে ঘুরে আসা যাক সেরকমই একটি রেস্তোরাঁ থেকে৷
ছবি: picture-alliance/dpa/D. Zhang
আপনার অর্ডার, প্লিজ...
শুধু প্রযুক্তিগত চমক দেখানোই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এ ব্যাপারে একেবারে সামনের সাড়িতে রয়েছে চীন৷ তবে সেই সব আধুনিক প্রযুক্তি আদৌ ব্যবহারযোগ্য কিনা – সেটা অবশ্য দেখার বিষয়৷ ছবিতে দেখুন অতিথিদের খাওয়ার অর্ডার নোওয়াসহ হাজারো কাজ নিয়ে মেতেছে রোবট৷
ছবি: picture-alliance/epa/P. Hilton
খাবার তৈরি!
এই ছোট্ট হিউম্যানয়েড রোবটগুলো খাবার পরিবেশনের ক্ষেত্রে খুবই পারদর্শী৷ এদের সুবিধা হলো এই যে, এরা ক্লান্ত হয় না আর কাজ করতেও কোনো ঝামেলা করে না৷ বরং ওরা শুধুই নিজেদের দায়িত্ব পালন করতে জানে৷ অবশ্য রোবটের পরিবেশিত খাদ্য খেতে অতিথিদের কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন ব্যাপার৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
শেফকুক রোবট
রোবট শুধু অতিথিদের অর্ডারই নেয় না, তারা উনুনের সামনে দাঁড়িয়ে খাবার গরমও করে৷ ছবিতে দেখুন আগে থেকে তৈরি করা খাবার গরম করছে রোবট৷ তবে তরকারি কাটাবাছা বা এ ধরনের কাজগুলো মানুষ সহকর্মীদেরই আগে থেকে করে দিতে হয়৷
ছবি: picture-alliance/dpa/ChinaFotoPress/MAXPPP
নানা ধরনের রোবট
তবে সব রেস্তোরাঁর রোবট কিন্তু এই গ্যালারির ছবিগুলোর মতো দেখতে যন্ত্রমানবের মতো নয়৷ এখানে যে কাজটা করা হচ্ছে, সে অংশটুকুই দেখানো হচ্ছে৷ অর্থাৎ শুধু মাথাটাই দেখানো হচ্ছে, হাত বা পা নয়৷ রেস্তোরাঁর রান্নাঘরের রোবটগুলো, অর্থাৎ যে রোবটগুলো রেস্তোরাঁর অতিথিদের সামনে যায় না, সেগুলো এরকমই হয়৷
ছবি: picture-alliance/dpa
বিনোদনেও রোবট
সাংহাই-এর কাছে এই রোবট-রেস্তোরাঁতে খাবারের চেয়ে কিন্তু বিনোদন অনুষ্ঠানই বেশি আনন্দদায়ক৷ ইন্টারনেটে করা মন্তব্য থেকে অন্তত এ তথ্যই জানা যায়৷ অর্থাৎ এই রেস্তোরাঁয় অতিথিরা খাবারের চেয়ে বিনোদনটাই বেশি উপভোগ করেন৷
ছবি: picture-alliance/dpa/F. Robichon
5 ছবি1 | 5
২৫ বছরেরও বেশি সময় ধরে অনুভূতি নিয়ে গবেষণা করছেন কাপাস৷ তিনি একসঙ্গে মনোবিজ্ঞান, নিউরোবায়োলজী আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে কাজ করেন৷
বিজ্ঞানীদের প্রথম কাজ হচ্ছে, শিক্ষক আর শিক্ষার্থীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে, সেটা বোঝা৷ একে বলে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স'৷
স্বাভাবিক আচরণ করতে নাওকে তার পরিবেশ ও ছাত্রছাত্রীর মনের অবস্থা বুঝতে হবে৷ এ ব্যাপারে রোবটের এখনও সহায়তা প্রয়োজন৷
প্রাথমিক গবেষণা বলছে, পড়ালেখা শেখানোয় রোবট সহায়তা করতে পারে৷ শিক্ষকের চেয়ে একজন রোবট শিক্ষকের কাছ থেকে পাওয়া সমালোচনাকে শিশুরা বেশি গুরুত্ব দেয়৷ তবে আলোচনার জন্য শিশুরা এখনও একজন ব্যক্তিকেই চায়৷
এই মুহূর্তে শিক্ষকদের তাদের চাকরি নিয়ে ভাবতে হবে না৷ কারণ রোবটরা আসলে একজন শিক্ষকের সহকারী হিসেবেই বেশি ভালো পারফর্মেন্স দেখায়৷
যন্ত্রের অবশ্য একটি বড় সুবিধা আছে৷ সে যে কোনো ভাষায় শেখাতে পারে৷
তবে নাওকে এখনও অনেককিছু শিখতে হবে৷ তাহলে হয়ত একদিন সে নিজেই ক্লাস নিতে পারবে৷
বাংলাদেশের কয়েকটি রোবটের কথা
বাংলাদেশের শিক্ষার্থীরা এখন অনেক ধরনের রোবট তৈরি করছেন৷ তার কয়েকটির কথা জানা যাবে এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa
ড্রোন বা কোয়াডকপ্টার
জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের ড্রোন ব্যবহারের পর থেকে শব্দটি বেশ পরিচিত৷ তবে ড্রোন দিয়ে করা যায় আরও অনেক কাজ৷ তাই বাংলাদেশের তরুণরা ড্রোন নির্মাণে আগ্রহী হচ্ছে৷ এক্ষেত্রে তারা সফলও হচ্ছেন৷ কয়েকটি টিভি চ্যানেল দৃশ্য ধারণের কাজে এ সব ড্রোন ব্যবহার করছে বলে জানা গেছে৷
ছবি: DW
বাংলা ভাষা বোঝা রোবট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ২০১৩ সালে একটি রোবট তৈরি করেন যেটা বাংলা ভাষা বোঝে৷ এই রোবটকে বাংলায় ‘ডানে যেতে’ বললে সেটি ডানে যেতে পারে৷ নির্মাতারা বলেন, মানব কল্যাণে বিশেষ করে হুইল চেয়ার হিসেবে এই রোবট ব্যবহার করা যেতে পারে৷ ছবিতে নির্মাতাদের দেখা যাচ্ছে৷
ছবি: Shadly Salahuddin
ওয়েল্ডিং কাজে রোবট
জাহাজ নির্মাণ সহ বিভিন্ন শিল্পে ওয়েল্ডিং-এর কাজ হয় প্রচুর৷ এই কাজ করতে গিয়ে শ্রমিকদের চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে৷ অথচ রোবট দিয়ে এই কাজ করানো যেতে পারে বলে জানান ‘প্ল্যানেটার বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী রিনি ঈশান খুশবু৷
ছবি: Rini Eshan Khushboo
টেলিপ্রেজেন্স রোবট
এর মাধ্যমে অফিসের বাইরে থেকেও অফিসে কে কী করছেন তা দেখতে পারেন অফিসের প্রধান৷ এছাড়া চিকিৎসকরা অন্য স্থানে থেকেও রোগীকে পরামর্শ দিতে পারেন৷ টেলিপ্রেজেন্স রোবটকে এমন আরও অনেক কাজে লাগানো যেতে পারে বলে জানান প্ল্যানেটার বাংলাদেশ এর খুশবু৷ ছবিতে তাঁকে নাসা-য় একটি রোবট উপস্থাপন করতে দেখা যাচ্ছে৷
ছবি: Rini Eshan Khushboo
দমকল কর্মী রোবট
তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রায় ঘটে৷ সেই আগুন নেভাতে ছুটে যান দমকল কর্মীরা৷ ভবিষ্যতে হয়ত তাদের সঙ্গে যোগ দেবে রোবট৷ বাংলাদেশেই এ ধরনের রোবট তৈরির কাজ চলছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ‘রোবটিক্সবিডি ডটকম’-এর অ্যাডমিন শিবলী ইশতিয়াক৷
ছবি: Reuters
উঁচু ভবন পেইন্ট করা
ঢাকা শহরে এখন অনেক উঁচু ভবন তৈরি হচ্ছে৷ এসব ভবনের বাইরের দিকটা পেইন্ট করতে গিয়ে শ্রমিক নিহতের ঘটনা ঘটছে৷ এই কাজে সাহায্য করতে পারে এমন রোবট তৈরির কাজ চলছে৷
ছবি: Harun Ur Rashid
গোয়েন্দাকাজে রোবট
বিখ্যাত ‘ট্রান্সফরমার’ মুভির কথা মনে আছে? ঐ যে একই জিনিস একেকবার একেক রূপ ধারণ করতে পারে! কোনো রোবট যদি এমন হয় তাকে তো গোয়েন্দা কাজে লাগানো যেতেই পারে৷ সেটাই চেষ্টা করছে প্ল্যানেটার বাংলাদেশ৷ অনেক দূর এগিয়েছেও তারা৷
ছবি: Rini Eshan Khushboo
জীবন বাঁচাতে রোবট
সাগরে ডুবে মৃত্যুর খবর প্রায়ই শুনি আমরা৷ তবে কোয়াডকপ্টার ব্যবহার করে ডুবন্ত কারও কাছে লাইফ জ্যাকেট ও ভেস্ট পাঠিয়ে তাঁকে বাঁচানো যেতে পারে৷