1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকের ভূমিকায় রোবট?

১৭ জানুয়ারি ২০১৭

রোবট ব্যবহারের পরিধি দিন দিন বাড়ছে৷ বাড়ির কাজ থেকে শুরু করে শিল্প কারখানা, হাসপাতাল, রেস্তোরাঁ – এমন অনেক জায়গায় রোবটকে কাজে লাগানো হচ্ছে৷ এমনকি এবার শিক্ষকের ভূমিকায় রোবট ব্যবহারের চেষ্টা চলছে৷

মার্কিন এক রোবট
ছবি: Reuters/R. Wilking

এমনি এক রোবট ‘নাও'৷ শিক্ষার্থীরা ক্যামেরা আর মাইক্রোফোনের সাহায্যে তার সঙ্গে যোগাযোগ করে৷

কোনো কিছু ব্যাখ্যা করা রোবটের জন্য সহজ৷ তবে একজন ভালো শিক্ষকের গুণ হচ্ছে, তিনি শিক্ষার্থীদের বুঝতে পারেন ও তাদের প্রতি সহানুভূতিশীল হন৷ একজন রোবটের পক্ষে কী সেরকম সম্ভব? কীভাবে সে শিক্ষার্থীদের উৎসাহিত করবে? এ বিষয়ে নাওকে অনুভূতিসম্পন্ন হতে শেখাচ্ছেন যে মনোবিজ্ঞানী সেই আরফিড কাপাস বলেন, ‘‘...একদিকে এটি একটি প্রযুক্তিগত সমস্যা, যার সমাধান দরকার৷ অন্যদিকে, আমাদের প্রথমে ঠিক করতে হবে, অনুভূতিসম্পন্ন হতে কী কী লাগে৷ এ বিষয়ে অনেক মতপার্থক্য আছে৷ অবশ্য সহজ করে বললে বলা যায়, এটা হচ্ছে, আমি যার সঙ্গে কথা বলছি তার চিন্তা ও অনুভূতি বুঝতে পারা৷''

২৫ বছরেরও বেশি সময় ধরে অনুভূতি নিয়ে গবেষণা করছেন কাপাস৷ তিনি একসঙ্গে মনোবিজ্ঞান, নিউরোবায়োলজী আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে কাজ করেন৷

বিজ্ঞানীদের প্রথম কাজ হচ্ছে, শিক্ষক আর শিক্ষার্থীরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে, সেটা বোঝা৷ একে বলে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স'৷

স্বাভাবিক আচরণ করতে নাওকে তার পরিবেশ ও ছাত্রছাত্রীর মনের অবস্থা বুঝতে হবে৷ এ ব্যাপারে রোবটের এখনও সহায়তা প্রয়োজন৷

প্রাথমিক গবেষণা বলছে, পড়ালেখা শেখানোয় রোবট সহায়তা করতে পারে৷ শিক্ষকের চেয়ে একজন রোবট শিক্ষকের কাছ থেকে পাওয়া সমালোচনাকে শিশুরা বেশি গুরুত্ব দেয়৷ তবে আলোচনার জন্য শিশুরা এখনও একজন ব্যক্তিকেই চায়৷

এই মুহূর্তে শিক্ষকদের তাদের চাকরি নিয়ে ভাবতে হবে না৷ কারণ রোবটরা আসলে একজন শিক্ষকের সহকারী হিসেবেই বেশি ভালো পারফর্মেন্স দেখায়৷

যন্ত্রের অবশ্য একটি বড় সুবিধা আছে৷ সে যে কোনো ভাষায় শেখাতে পারে৷

তবে নাওকে এখনও অনেককিছু শিখতে হবে৷ তাহলে হয়ত একদিন সে নিজেই ক্লাস নিতে পারবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ