1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের তৈরি পিৎসার স্বাদ

৭ অক্টোবর ২০২১

রাঁধুনী রোবট হলে রেস্তোরাঁর খাবারের মান অবিকল থাকার কথা৷ প্যারিসে রোবটের মাধ্যমে চটজলদি পিৎসা তৈরি করে সেই মান বজায় রাখা হচ্ছে৷ তিন বারের এক বিশ্ব পিৎসা চ্যাম্পিয়ন রাঁধুনী স্বয়ং রোবটকে শিক্ষা দিচ্ছেন৷

Euromaxx Roboter bei der Pizzaherstllung
ছবি: DW

বেস, টমেটো সস, চিজ আর উপরে দেবার উপকরণ৷ এ সবই ক্লাসিক পিৎসার মালমশলা৷ কিন্তু যিনি এই পিৎসা তৈরি করছেন তিনি মানুষ নন৷ বিশ্বের প্রথম রোবট পিৎসা প্রস্তুতকারকের নাম পাৎসি৷ পাৎসিরির সহ প্রতিষ্ঠাতা সেবাস্তিয়াঁ রোভের্সো বলেন, ‘‘এই রোবট সত্যি অনবদ্য৷ ঘণ্টায় ৮০টি পিৎসা তৈরি করতে পারে৷ একইসঙ্গে কয়েকটি পিৎসা ওভেনে গরম করে৷ ইটালিয়ান ভাষায় পাৎসি শব্দটির অর্থ পাগল, যা এই প্রকল্পের সঙ্গে ভালোভাবে খাপ খেয়ে যায়৷ পিৎসা শব্দটির সঙ্গেও ছন্দের মিল রয়েছে৷ আমাদের কাছে এটাই রোবটের আদর্শ নাম ছিল৷''

সাত বছরেরও বেশি সময় জুড়ে সহ প্রতিষ্ঠাতা সেবাস্তিয়াঁ রোভের্সো ও তাঁর টিম এই রোবট তৈরির কাজ করেছে৷ বেশ কয়েক লাখ ইউরো ব্যয় হয়েছে৷ কম সংখ্যক কর্মী নিয়ে একই মানের পিৎসা তৈরি এই উদ্যোগের লক্ষ্য৷

প্যারিসের এই রোবট প্রায় সব কাজ একাই করতে পারে৷ স্মার্টফোন বা টার্মিনালের মাধ্যমে পিৎসা অর্ডার দেওয়া যায়৷ কর্মীরা একমাত্র ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের দায়িত্ব পালন করেন৷

রোবটের হাতে তৈরি পিৎজা পাবেন যেখানে

03:37

This browser does not support the video element.

রোবট সবার আগে ময়দার তাজা তাল থেকে পিৎসার বেস তৈরি করে৷ তার উপর টমেটো সস লাগানো হয়৷ শুধু টপিং-এর উপকরণ রোবট নিজে কাটাকুটি করে না৷ পিৎসা সাজানোর কাজ শেষ হলে রোবট সেটিকে ওভেনে ঢুকিয়ে দেয়৷ সবশেষে তৈরি পিৎসা কার্টনের মধ্যে রেখে ছুরি দিয়ে টুকরোগুলি ভাগ করা হয়৷

অর্ডার দেবার পর পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে গ্রাহকরা একটি খোপ থেকে পিৎসা সংগ্রহ করতে পারেন৷ দেখতে সহজ মনে হলেও গোটা প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত জটিল৷ সেবাস্তিয়াঁ রোভের্সো মনে করেন, ‘‘সবকিছুর প্রোগ্রামিং ছিল সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ৷ আমাদের সব নতুন করে উদ্ভাবন করতে হয়েছিল৷ এমনকি আলাদা করে ওভেন ও ডিশ ওয়াশার রোবট তৈরি করাতে হয়েছে৷ সেটি প্রতি দুই ঘণ্টা পর পর নিজে থেকে চালু হয়ে যায়৷ শুধু রোবট নয়, গোটা প্রক্রিয়ার সব ধাপ, অর্থাৎ গোটা রান্নাঘর তৈরি করতে হয়েছে৷''

রোবট পিৎসা তৈরির কাজ মূলত একজনের কাছ থেকেই শিখেছে৷ তিয়েরি গ্রাফানিয়েনো তিন বার পিৎসা তৈরির ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করেছেন৷

তিনি রন্ধনপ্রণালী, উপকরণ বাছাই ও ময়দার তাজা তাল তৈরির মতো বিষয়গুলির দেখাশোনা করেন৷ প্রতিদিন নতুন করে এমন ময়দার তাল তৈরি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ তিয়েরি বলেন, ‘‘রোবট নিজেই ময়দার তালের ভুলত্রুটি দূর করতে পারে৷ ইঞ্জিনিয়াররা সেন্সর বসিয়েছেন, যার সাহায্যে রোবট বুঝতে পারে যে বেলার সময় কতটা জায়গা লাগবে৷ ভুল হলেই রোবট সেটা সংশোধন করতে পারে৷ ময়দার তাল মান অনুযায়ী না হলে সেটা দিয়ে আর পিৎসা তৈরি করা হয় না৷''

পাৎসি-কে কিন্তু নেপলস শহরের এই ক্লাসিক পিৎসা কারিগরদের বিকল্প করে তোলার চেষ্টা চলছে না৷ তিয়েরির কাছে এই রোবট পিৎসা তৈরির নতুন এক পদ্ধতিমাত্র৷ তিনি বলেন, ‘‘তিনবারের পিৎসা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আমি পাৎসির জন্য কাজ করছি, কারণ সব সময়ে আজকের বিশ্বের উদ্ভাবন সম্পর্কে আমার খোলা মন রয়েছে৷ আমরা এমন বিশ্বে থাকি, যেখানে সবকিছু চটজলদি পাবার তাগিদ রয়েছে৷ পিৎসার ক্ষেত্রেও সেটা হবে না কেন?''

বৃহত্তর প্যারিস এলাকায় এখনো পর্যন্ত পাৎসিরির দুটি দোকান রয়েছে৷ ভবিষ্যতে বিদেশেও রোবটের মাধ্যমে পিৎসা তৈরি করতে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা রয়েছে৷

গ্যুন্টার/কালুস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ