1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের মুখে বুদ্ধনাম?

১৬ জানুয়ারি ২০১৭

রোবট খাওয়ার পরিবেশন করবে বা ফুটবল খেলবে বললে আপনি বলবেন, এ আবার নতুন কী? কিন্তু এবার ধর্মপ্রচারেও নেমেছে রোবট৷ হ্যাঁ, চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে এমনই এক রোবটের দেখা মিলবে৷

রোবট সন্ন্যাসী
ছবি: WDR

এই ‘রোবট সন্ন্যাসী'-র গায়ের রং হলুদ, নাদুস-নুদুস গড়ন, গোলগাল মুখ আর হাতে একটা ট্যাবলেট৷ ট্যাবলেট কেন? আরে, নতুন ডিজিটাল প্রজন্মকে বৌদ্ধধর্ম সম্পর্কে বলতে হবে না? আসলে এটাই তো শিয়ানের নামের রোবটের মূল কাজ – নানা বয়সের মানুষকে বৌদ্ধধর্মের নানান মৌলিক মতবাদ ব্যাখা করা৷

তবে শুধু ধর্মতত্ত্বই নয়, কীভাবে ‘বাবু' হয়ে বসে ধ্যান বা ‘মেডিটেশন' করতে হয়, সেটাও নখদর্পণে শিয়ানের-এর৷ তাই মেডিটেশনের নানা কৌশলও শেখাতে সক্ষম সে৷ কথা বলতে, এমন কি মন্ত্র উচ্চারণ করতেও সে সক্ষম৷

আর এতে করে লংকুয়ানের ঐ বৌদ্ধ মেডিটেশন সেন্টারে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের নয়, প্রচুর পর্যটককেও আকর্ষণ করতে সক্ষম হয়েছে শিয়ানেরের স্রষ্টা শিয়ানফান৷

ভাবা যায়, রোবটের মুখে বুদ্ধনাম!

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ