চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা৷ প্রতিদিন কয়েক লাখ ক্রয় আদেশ সামলাতে হয় তাদের৷ চীনে আলিবাবার গুদামঘরে পণ্য ব্যবস্থাপনার এই কাজটি করে ৬০টি রোবট, যা নিয়ে একটি ভিডিও ছেড়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷
বিজ্ঞাপন
পণ্যে ঠাসা সারি সারি তাকে সাজানো গুদামঘর৷ সেখানে কোনো মানবকর্মী নেই৷ পুরোটাই দেখভাল করছে ৬০টি রোবট৷ তারা তাকগুলোকে প্রয়োজনমতো বের করছে, আবার জায়গামতো রাখছে৷ কেউ কোনো পণ্য ক্রয় করার আদেশ দিলে ৩২,৩০০ তাক থেকে কোনো একটি রোবট ঠিকই নির্দিষ্ট পণ্যটি খুঁজে নিয়ে আসছেন৷ পরে একজন মানবকর্মী সেটি মোড়কজাত করে ছাড় করছেন৷
৫০০ কেজি পর্যন্ত ভার বহণ করতে পারে রোবটগুলো৷ ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে৷ ব্যাটারি ফুরিয়ে গেলে নিজেই বৈদ্যুতিক চার্জ নিতে জানে৷ আলীবাবার গুদামঘরের ৭০ ভাগ কাজই করছে রোবটগুলো৷ অনলাইন কেনাকাটা এবং আর সরবরাহের ভবিষ্যৎ কি এমনই হবে?প্রশ্ন রাখা হয়েছে ভিডিওটির শেষে৷ ফেসবুকে এক সপ্তাহের কম সময়ে যেটি সোয়া ছয় লাখবারের বেশি দেখা হয়েছে৷
কোন দেশে কত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে?
বিশ্বের বিভিন্ন কারখানায় মানুষের জায়গা দখল করছে রোবট৷ উন্নত দেশগুলোতে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কতটি রোবট কর্মচারী রয়েছে, জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture alliance/Everett Collection
১০. স্পেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৪ টি রোবট কর্মচারী রয়েছে৷
ছবি: APTN
৯. যুক্তরাষ্ট্র
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৮৬ টি রোবট কাজ করে৷
ছবি: picture-alliance/epa/G. Rothstein
৮. বেলজিয়াম
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ৮৯ টি রোবট৷
ছবি: Getty Images/AFP/B. Horvat
৭. ফিনল্যান্ড
এই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ৯৮ টি রোবট কাজ করে৷
ছবি: DW/D. Pundy
৬. ইটালি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১২৪ টি রোবট৷
ছবি: Starship Technologies
৫. সুইডেন
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১২৬ টি রোবট কাজ করে৷
ছবি: Getty Images/AFP/C.Koall
৪. জার্মানি
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে কাজ করে ১৬৩ টি রোবট৷
ছবি: Getty Images/AFP/T. Schwarz
৩. দক্ষিণ কোরিয়া
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৪ টি রোবট কাজ করে৷
ছবি: picture-alliance/Seung-il Ryu/NurPhoto
২. সিঙ্গাপুর
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ১৬৯ টি রোবট কাজ করে৷
ছবি: DW/J. Yan
১. জাপান
বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ হাজার কর্মচারীর মধ্যে গড়ে ২৯৫ টি রোবট কাজ করে৷