1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটে চলে আলিবাবার গুদামঘর

১৫ মার্চ ২০১৯

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা৷ প্রতিদিন কয়েক লাখ ক্রয় আদেশ সামলাতে হয় তাদের৷ চীনে আলিবাবার গুদামঘরে পণ্য ব্যবস্থাপনার এই কাজটি করে ৬০টি রোবট, যা নিয়ে একটি ভিডিও ছেড়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷

Spanien Barcelona - MWC Barcelona - Technikmesse: Roboter
ছবি: DW/K. Ferguson

পণ্যে ঠাসা সারি সারি তাকে সাজানো গুদামঘর৷ সেখানে কোনো মানবকর্মী নেই৷ পুরোটাই দেখভাল করছে ৬০টি রোবট৷ তারা তাকগুলোকে প্রয়োজনমতো বের করছে, আবার জায়গামতো রাখছে৷ কেউ কোনো পণ্য ক্রয় করার আদেশ দিলে ৩২,৩০০ তাক থেকে কোনো একটি রোবট ঠিকই নির্দিষ্ট পণ্যটি খুঁজে নিয়ে আসছেন৷ পরে একজন মানবকর্মী সেটি মোড়কজাত করে ছাড় করছেন৷  

৫০০ কেজি পর্যন্ত ভার বহণ করতে পারে রোবটগুলো৷ ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে৷ ব্যাটারি ফুরিয়ে গেলে নিজেই বৈদ্যুতিক চার্জ নিতে জানে৷ আলীবাবার গুদামঘরের ৭০ ভাগ কাজই করছে রোবটগুলো৷ অনলাইন কেনাকাটা এবং আর সরবরাহের ভবিষ্যৎ কি এমনই হবে?প্রশ্ন রাখা হয়েছে ভিডিওটির শেষে৷ ফেসবুকে এক সপ্তাহের কম সময়ে যেটি সোয়া ছয় লাখবারের বেশি দেখা হয়েছে৷

এফএস/ডিজি (ডাব্লিউইএফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ