1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট করছে অস্ত্রোপচার - তাও সম্ভব করলো আয়ারল্যান্ড

১৫ আগস্ট ২০১১

এতোদিন আমরা শুনে এসেছি অস্ত্রোপচার শুধু একজন অভিজ্ঞ চিকিৎসকই করতে সক্ষম৷ কিন্তু হঠাৎ যদি বলা হয়, ‘এখন থেকে এই অস্ত্রোপচার করবে রোবট' - তাহলে কেমন শোনাবে? তা বিশ্বাসই বা করবে ক'জনা? অথচ আয়ারল্যান্ডে এ ধরণের ঘটনা ঘটছে৷

চিকিৎসার কাজে রোবোটের ব্যবহার শুরু হয়ে গেছেছবি: dpa

গত জুন মাসে আয়ারল্যআন্ডের একটি হাসপাতালকে পরিণত করা হয়েছে ‘ইউরোপীয়ান রোবোটিক গাইনোকোলজিক্যাল এপিসেন্টারে'৷ এর অর্থ হল, হাসপাতালের বেশ কিছু অস্ত্রোপচারের দায়িত্ব দেয়া হবে রোবটকে৷ এর মধ্যে ক্যান্সারের রোগীর অপারেশন থেকে শুরু করে খুব সামান্য অপারেশনও করানো হবে রোবটদের দিয়ে৷

গত কয়েক বছর ধরে কর্ক ইউনিভার্সিটি ম্যাটারনিটি হাসপাতালের অসংখ্য অস্ত্রোপচার করেছে রোবটরা৷ ২০০৭ সালে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়৷ যেসব রোবট এই অপারেশনগুলো করে, তাদের প্রোগ্রামের নাম ‘দ্য ভিনসি'৷ প্রোগ্রামের মূল্য কয়েক মিলিয়ন ইউরো৷ এই রোবটগুলো সক্ষম হয়েছে খুব দ্রুত এবং নিখুঁতভাবে অসংখ্য অপারেশন করতে৷ রোগীর দেহে অস্ত্রোপচারের তেমন কোনো দাগও অনেক সময় দেখা যায়নি৷ দেখা গেছে রোবটগুলো যে সব অপারেশন করেছে, সেই সব রোগী দ্রুত সেরে উঠেছে৷

হাসপাতালেও রোবোটের ভূমিকা বাড়ছেছবি: RoboEarth.org/TU Eindhoven

আশা করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো যে কোনো অপারেশনের পুরোটাই মেশিন বা রোবটের সাহায্যে করা হবে৷ তবে এই মুহূর্তে কর্ক ইউনিভার্সিটি ম্যাটারনিটি হাসপাতালে যে সব অপারেশন রোবটরা করছে, তার দিকে তীব্র নজর রাখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ম্যাট হিউইট৷ প্রতিটি অপারেশনের সময় তিনি রোবটদের পাশে থাকেন৷

‘কি-হোল' সার্জারি হলো রোগীর দেহে খুব ছোট ছোট ছিদ্র করে অপারেশন করা৷ একটি ছিদ্র দিয়ে ক্যামেরা ঢোকানো হয়, আর অন্যটি দিয়ে অপারেশনের যন্ত্র৷ দেখা যাচ্ছে, রোবটরা এই অপারেশনগুলো করছে নিখুঁতভাবে৷ ডা. হিউইট জানান, ‘‘রোবট দিয়ে ‘কি-হোল' অপারশনের সবচেয়ে বড় সুবিধা হল যে, ত্রিমাত্রিক দৃষ্টিকোন থেকে পুরো অপারেশনটি দেখা সম্ভব৷ যা সাধারণ অপারেশনে দেখা সম্ভব নয়৷''

এছাড়া আরেকটি সুবিধা হল, রোবট নিজেই বুঝতে পারছে ঠিক সময় ক্যামেরা কোথায় ধরতে হবে৷ অত্যন্ত দ্রুত এবং নিখুঁতভাবে ক্যামেরা ঘোরাতে পারে রোবটরা৷ এর জন্য কোনো অ্যাসিসট্যান্টের প্রয়োজন নেই বা কারো ওপর নির্ভরও করতে হয় না৷ আর সবচেয়ে বড় কথা হল, অপারেশনের সময় রোগীর দেহে কোনো ধরণের কম্পন অনুভূত হয়নি৷ অথচ অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকও যখন অস্ত্রোপচার করেন তখনও রোগীর দেহ কিছুক্ষণ পরপর কাঁপতে থাকে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ