1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট কী করতে পারে, কী পারে না

৪ এপ্রিল ২০২২

রোবট প্রযুক্তির দিন দিন উন্নতি হচ্ছে৷ ফলে রোবট এখন এমন সব কাজ করতে পারছে আগে যেটা সম্ভব ছিল না৷ তাহলে কি ভবিষ্যতে এমন সময় আসবে যখন মানুষের আর কাজ করার কিছু বাকি থাকবে না?

রোবট প্রযুক্তির দিন দিন উন্নতি হচ্ছে৷ ফলে রোবট এখন এমন সব কাজ করতে পারছে আগে যেটা সম্ভব ছিল না৷ তাহলে কি ভবিষ্যতে এমন সময় আসবে যখন মানুষের আর কাজ করার কিছু বাকি থাকবে না?
রোবট প্রযুক্তির দিন দিন উন্নতি হচ্ছে৷ ফলে রোবট এখন এমন সব কাজ করতে পারছে আগে যেটা সম্ভব ছিল না৷ তাহলে কি ভবিষ্যতে এমন সময় আসবে যখন মানুষের আর কাজ করার কিছু বাকি থাকবে না?ছবি: Engineered Arts

কোনো রোবট খুব ভালোভাবে কিছু ধরতে পারে৷ আর কেউ অমসৃণ ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করতে পারে৷ অর্থাৎ রোবট আরও স্মার্ট হয়ে উঠছে৷  

শিগগিরই কি তারা মানুষের জায়গা নেবে? কিন্তু আসলে তারা কতটা ভালো?

স্টেফান ভিশমান জার্মান সরকারের রোবট উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত৷ তিনি বলেন, ‘‘ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, রোবট হালকা উপাদান নিয়ে কাজ করছে৷ আগে রোবটিক্সে যে সমস্যা ছিল সেটা হচ্ছে, রোবটকে দিয়ে কিছু ধরাতে হলে আগে আপনাকে জিনিসটা দেখতে কেমন, সেই প্রোগ্রাম করতে হতো৷''

নতুন প্রযুক্তির কারণে বিষয়টা আরও নিখুঁত হয়েছে৷

গবেষকরা জাপানের কিরিগামি আর্ট থেকে প্রেরণা পেয়েছেন৷ নরম প্লাস্টিক এমনভাবে বাঁকানো যায় যে, রোবট সবধরনের জিনিস ধরতে পারে৷ ছোটখাটো একটা বিপ্লব বলা যায়৷

আরও স্মার্ট হচ্ছে রোবট?

04:06

This browser does not support the video element.

সবজি ও ফল তোলার কাজে রোবটের ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে৷ এখনও এ কাজে রোবট অনেক বেশি দক্ষ হয়ে উঠতে না পারলেও কিছু খামার রোবট ব্যবহার শুরু করেছে৷ কারণ শিল্পোন্নত দেশগুলোতে এসব কাজের জন্য পর্যাপ্ত শ্রমিকের অভাব রয়েছে৷

রোবট ফ্যান ও উপদেষ্টা ভ্যার্নার হাম্পেল বলেন, ‘‘রোবট আমাদের ছোটখাটো ও দৈহিক পরিশ্রমের কাজ থেকে মুক্তি দিতে পারে৷ এগুলো রোবটের কাজ৷''

জাপানের আরেক আর্ট ‘অরিগ্যামি'ও রোবট প্রযুক্তির উন্নয়নে সহায়ক হচ্ছে৷ ফলে এমন রোবট তৈরি সম্ভব হচ্ছে যেটা ভূমিকম্পের মতো দুর্যোগের পর উদ্ধারকাজে পাঠানো যেতে পারে৷  

ভিশমান বলেন, ‘‘আমরা ভবিষ্যতে এমন সব কাজে রোবটের ব্যবহার দেখতে পাব যেটা আগে সম্ভব ছিল না৷ শিগগিরই আমরা এমন রোবট পাব যেটা নিজেই নিজের পরিবেশ চিনতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে৷''

ক্রমেই বিভিন্ন খাতে রোবটের ব্যবহার বাড়ছে৷ যেমন নির্মাণশিল্পে অনেক পরে রোবটের ব্যবহার শুরু হয়েছে৷

কিন্তু রোবট প্রযুক্তির এমন উন্নতির কারণে ভবিষ্যতে কি মানুষের করার জন্য কাজ বাকি থাকবে? হাম্পেল বলেন, ‘‘রোবটের কারণে যারা চাকরি হারাচ্ছেন তারা নতুন, আরও ভালো চাকরি পাচ্ছেন৷ ভবিষ্যতেও এমনটা চলতে থাকবে৷''

মানুষের মতো ঘরের সব কাজ করতে পারে এমন রোবটের দেখা আগামী কয়েক দশকে পাওয়া যাবে না৷

হাম্পেল বলেন, ‘‘হিউমানয়েড রোবট ব্যবহার আসলে যুক্তিসঙ্গত নয়৷ কারণ ভেবে দেখুন, একটা দুই পায়ের রোবটে চালাতে অনেক জ্বালানি লাগবে৷''

ভিশমান বলেন, ‘‘ঘরে এমন একটা রোবট রাখতে এক থেকে দুই লাখ ইউরো লাগবে৷ কেউ সেটা কিনতে আগ্রহী হবে না৷''

এর পরিবর্তে বিশেষ কাজ করতে সক্ষম রোবটের সংখ্যা বাড়বে, যা আমাদের জীবন আরও সহজ করবে৷

রোবট মৌমাছির মাধ্যমে শিশুদের প্রোগ্রামিং প্রশিক্ষণ

মিলিটাডেস স্মিট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ