1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট দিয়ে অপারেশন

৩ এপ্রিল ২০১৭

হামবুর্গের মার্টিনি ক্লিনিকে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রস্টেট অপারেশন করা হয়৷ সেই অপারেশন যাঁরা করেন, তাঁদের মধ্যে নামকরা শল্যচিকিৎসক ছাড়া একটি রোবটও আছে!

Deutschland Messe Cebit in Hannover Service-Roboter Pepper
ছবি: DW/M. Rohwer-Kahlmann

প্রফেসর আলেক্সান্ডার হ্যেজে প্রস্টেট অপারেশনের স্পেশালিস্ট৷ তাঁর সহকারী কিন্তু একটি ব্যতিক্রম: সে হলো একটি রোবট৷ এই রোবটই প্রফেসর হ্যেজেকে শরীরের একটি ক্যানসারগ্রস্ত অংশ পুরোপুরি কেটে বাদ দিতে সাহায্য করে৷ এটা খুবই গুরুত্বপূর্ণ, নয়ত আবার নতুন করে মেটাস্টাসেস তৈরি হতে পারে৷

প্রফেসর হ্যেজে বলেন, ‘‘প্রস্টেট অপারেশনে একেবারে নিখুঁতভাবে কাজ করাটা খুব জরুরি৷ অতি স্বল্প পরিসরের মধ্যে মিলিমিটার বাই মিলিমিটার কাজ করতে হয়, কেননা সেখানে পেশি, স্নায়ু, উরেথ্রা, প্রস্টেট গ্ল্যান্ড, সবই এসে জুটেছে৷''

এখানেই রিমোট কন্ট্রোল শল্যচিকিৎসক ‘দা ভিঞ্চি' রোবটের ডাক পড়ে৷ প্রফেসর হ্যেজে হলেন সার্জন আর ‘দা ভিঞ্চি' হলো তাঁর সহকারী৷

অপারেশনটা এতই জটিল যে, এই হাই-টেক অ্যাসিস্টেন্ট ছাড়া তা এত নিখুঁতভাবে করা সম্ভব হতো না৷ তবে ‘দা ভিঞ্চি' কাজ শুরু করার আগে ডাক্তাররা পেশেন্টের পেটে গ্যাস পাম্প করে স্ক্রিনের ইমেজটাকে আরো বড় করে নেন৷ এর পর ক্যামেরা আর ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়৷

রোবট আর্মটি ডক করানো হলো...

এবার সার্জন তাঁর জায়গা নিলেন – তবে পেশেন্ট থেকে বেশ কয়েক মিটার দূরে৷

‘ভার্চুয়াল অপারেশন'

প্রফেসর হ্যেজে জানালেন, ‘‘অনেক পেশেন্ট জিগ্যেস করেন: ‘আপনি কি আমার থেকে বড় বেশি দূরে নন? আপনি তো আমার পেটের মধ্যে না দেখে, টেলিভিশনের স্ক্রিনটায় দেখছেন৷' অথচ স্ক্রিনে যা দেখা যাচ্ছে আর আমার হাত যা করছে, তাতে আমি যে কোনো ম্যানুয়াল অপারেশনের চেয়ে পেশেন্টের বেশি কাছে রয়েছি৷''

সার্জন ভার্চুয়াল অপারেশন করছেন: চোখ স্ক্রিনের ওপর, হাতের আঙুলগুলো ‘লুপ'-এর মধ্যে৷ প্রফেসর হ্যেজের হাতগুলো যা করছে, অপারেশন টেবিলে তাঁর হাই-টেক সহযোগী রোবট পেশেন্টের পেটের মধ্যে পিন্সেট আর কাঁচি ঢুকিয়ে ঠিক সেই মুভমেন্টগুলো করছে৷ হাত কাঁপার ঝুঁকিটা এভাবে বাদ দেওয়া সম্ভব হয়েছে৷

প্রফেসর হ্যেজে বললেন, ‘‘আমি সত্যিই ত্রিমাত্রিক দেখতে পাচ্ছি, তার উপর আবার দশগুণ বড় করে৷ বিশেষ করে যেসব অপারেশনে অতি স্বল্প পরিসরের মধ্যে ছোট ছোট অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে কাজ করতে হয়, সেখানে এটা একটা বড় সুবিধা বৈকি৷''

রোবট আর সার্জন মিলে এ যাবৎ মোট ৭৫০টি অপারেশন করেছেন৷ মিলিমিটার মিলিমিটার করে প্রস্টেট গ্ল্যান্ডটি ছাড়িয়ে নেওয়া হলো৷ এবার সেই নাটকীয় মুহূর্ত৷ নাইকুণ্ডুলীতে একটি ছোট ফুটো দিয়ে রোগগ্রস্ত অঙ্গটিকে টেনে বার করে নিয়ে আসা হলো৷ এখনই পরীক্ষা করে দেখা হবে, ক্যানসারগ্রস্ত টিস্যু পুরোপুরি দূর করা সম্ভব হয়েছে কিনা৷

হামবুর্গের এই ক্লিনিকে এ সবই গতানুগতিক ঘটনা: সারা দুনিয়ায় এখানেই সবচেয়ে বেশি প্রস্টেট অপারেশন করা হয়৷

মোট তিন ঘণ্টা অপারেশনের পর ডাক্তার আর রোবটের টিম টিউমারটিকে বাদ দিতে পেরেছেন৷ পেশেন্ট এখন ক্যানসার মুক্ত – তিনি এবার তাঁর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ