1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবট দিয়ে আগাছা পরিষ্কার

২৯ অক্টোবর ২০১৯

জার্মানিতে আগাছা নিড়ানোর জন্য রোবটের সাহায্য নিচ্ছেন কোনো কোনো চাষি৷ রোবট খুব সহজে আগাছাগুলোকে চারা থেকে আলাদা করে দিচ্ছে৷ সেই সুযোগে সহজেই তা তুলে নিচ্ছেন চাষিরা৷

Deutschland Heilig-Kreuz-Kapelle zwischen Feldern
ছবি: picture-alliance/blickwinkel/S. Ziese

উত্তর সাগরের তীরবর্তী একটি গ্রামে রয়েছে ওয়েস্টহফ বিও নামের খামার৷ নানান শস্যের ফলন হয় সেখানে৷ মূলত জৈব পদ্ধতিতে চাষ করেন খামারটির মালিক রাইনার কার্সটেন্স৷

এখন তাঁর জমিতে একটি প্রোটোটাইপ পরীক্ষা হচ্ছে৷ এর লক্ষ্য প্রযু্ক্তি আগাছার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ফসলের ফলন বাড়াবে৷

সে কাজে তিনি ব্যবহার করেন এক রোবট৷ নাম বনিরোব৷

‘‘এ কাজে আমি নিজেকে দূরদর্শী মনে করি, কারণ আমি এক দশক পর মুখোমুখি হবো, এমন সব সমস্যার সমাধান করার চেষ্টা করছি,'' বলেন কার্সটেন্স৷

চাষীরা এরই মধ্যে মাঠে কাজ করার জন্য যথেষ্ট লোক পাচ্ছেন না৷ বনিরোব এই শ্রমিক ঘাটতি মেটাতে সক্ষম৷ সে আগাছা খুঁজে বার করে তা রাসায়নিক ছাড়াই ধ্বংস করতে সহযোগিতা করে৷

তবে রোবটটি এখনো শিখছে৷ চাষী রাইনার সেজন্য আইটি বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছেন৷ বনিরোব এখন শুধু চেনে, কোন চারাটি দরকার, কোনটি দরকার নেই৷

রোবট যখন আগাছা পরিস্কারক

02:40

This browser does not support the video element.

‘‘কল্পনা করুন যে আপনি একটি সবুজ ও একটি লাল কালি দিয়ে ছবি আঁকছেন৷ তখন আমরা তাকে বলছি এগুলো গাজর এবং এগুলো আগাছা৷ পরে আমরা ছবি দিচ্ছি তাকে এবং বলছি এবার খুঁজে বের করো৷ কোথায় তুমি লাল আর কোথায় সবুজ দেবে? এরপর আপনি এ জিনিস দেখতে পাবেন৷ সে তখন সব ছবি পরীক্ষা করে বলে, ‘তুমি আগাছা','' বলেন আইটি বিশেষজ্ঞ স্টেফান হুসমান৷ তিনি ওয়েস্টক্যুস্টে ইউনিভার্সিটিড অফ অ্যাপলায়েড সায়েন্সেসে গবেষণা করেন৷

চাষে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে পরে সবজি থেকে আগাছা হাত দিয়ে আলাদা করা হচ্ছে৷ অন্তত এটি পরিবেশবান্ধব৷ যন্ত্রটি সৌরশক্তি দিয়ে চলে৷

পৃথিবীতে বড় দূরদর্শী চিন্তার চাহিদা রয়েছে৷ ডিজিটাল প্রযুক্তি চাষপদ্ধতি বদলে দিতে পারে৷ স্টেফান বলেন, ‘‘আমাদের স্বপ্নের যাত্রা এখানে, ছোট একটা ট্রেলার দিয়ে দরজাটা খুললাম আমরা৷ পরে একশ' ড্রোন উড়বে মাঠ জুড়ে আর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করবে৷''

তাহলে কবে থেকে ড্রোন সব কঠিন কাজগুলো করা শুরু করবে? খামারের কাজ কেমন করে বদলাবে? খাদ্য উৎপাদন ও পশুর খামারে ডিজিটালাইজেশন বলতে সামনে কী বোঝাবে? সব নির্ভর করছে নতুন সব প্রযুক্তি ও তার প্রয়োগের ওপর৷

মারিয়ন হুটার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ