রোবট প্রযুক্তি ব্যবহারে দ্রুত এগোচ্ছে চীন
১৫ সেপ্টেম্বর ২০২৫
একেবারে হালনাগাদ প্রযুক্তির না হলেও চীনের রোবট শিল্প বাকি বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বেশ দ্রুতই এগিয়ে যাচ্ছে৷ বেইজিং চাইছে জীবনের সব ক্ষেত্রে রোবটের ব্যবহার নিশ্চিত করতে৷ পাশাপাশি এই প্রযুক্তি রপ্তানি উপযোগী করার লক্ষ্য নিয়েও কাজ করছে দেশটি৷
বেইজিংয়ের পাঁচ বছর মেয়াদি রোবোটিক্স পরিকল্পনা ২০২৫ সালে শেষ হয়েছে৷রোবট শিল্পে শীর্ষস্থান অর্জনের জন্য সেই পরিকল্পনা করা হয়েছিল৷
কৃষি থেকে কলকারখানা অবধি জীবনের সর্বত্র রোবটের ব্যবহার দেখতে চায় চীনা সরকার৷
এছাড়া দেশটির আর কোনো উপায়ও নেই৷ কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে রোবট ব্যবহার করতেই হবে৷
এস-এইচ রোবোটিক্সের কৃষি প্রযুক্তি বিষয়ক গবেষক শাওং ইয়া বলেন, ‘‘চীনের অধিকাংশ কৃষকের বয়স ৫০ এবং ৬০ বছর৷ ফলে ২০ বছর পর সম্ভবত খামারের জন্য কর্মী খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে৷ কারণ, অপেক্ষাকৃত তরুণ প্রজন্ম দুর্বল কাজের পরিবেশ পছন্দ করে না৷ এবং বেতনও তুলনামূলক কম৷''
এই রোবট এনভিডিয়া চিপ ব্যবহার করে৷ নির্মাতাদের আশা এটি ইউরোপের কোনো এক মাঠে জায়গা করে নেবে৷
দ্য চায়না রোবট ইন্ডাস্ট্রি এলায়েন্স-এর হিসেব অনুযায়ী, দেশটির এখন অবধি রোবট রপ্তানির হার পাঁচ শতাংশেরও কম৷
‘মেড ইন চায়না' লেবেল দেখলে খদ্দেররা সতর্ক প্রতিক্রিয়া জানাতে পারেন... যতক্ষণ পর্যন্ত না তারা রোবটটির সক্ষমতা টের পাবেন৷
ফরোয়ার্ড এক্স ইউরোপ-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জ্যাকব লিশ বলেন, ‘‘ট্রেড শোগুলোতে গেলে দেখা যায়, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে একই ধরনের সংস্করণ নিয়ে অনেক নতুন প্রতিদ্বন্দ্বী হাজির হচ্ছে৷চীন অনেক উদ্ভাবননিয়ে হাজির হচ্ছে৷ কখনো কখনো পৃথিবীর তাতে অভ্যস্ত হতে সময় লাগছে৷ তবে আমি মনে করি আমাদের অগ্রগতি হচ্ছে৷''
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্সের ব়্যাংকিংয়ে শিল্পখাতে ব্যবহার উপযোগী রোবট তৈরিতে চীনের অবস্থান ২০২৩ সালে ছিল তৃতীয়৷ তাদের এই অবস্থান জার্মানির চেয়ে ভালো৷
মাত্র চারবছরের মধ্যে শিল্পখাতের রোবট তৈরিরসক্ষমতা দ্বিগুণ করেছে চীন৷
আর পশ্চিমের তুলনায় বেইজিং রোবটিক্সে বড় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে সক্ষম৷ দেশটির প্রযুক্তিগত অগ্রগতির হিসেব রাখাও অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ছে৷
কেমিল নিডালেক্স/এআই